বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্রাজিলিয়ান ডাবলে পুলিশকে হারাল কিংস

  •    
  • ১৯ জানুয়ারি, ২০২১ ১৮:১৬

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার পুলিশকে ২-১ গোলে হারায় কিংস। জয়সূচক দুটি গোলই এসেছে ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনিয়োর পা থেকে।

ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও জয়ের ধারা অব্যাহত রেখেছে বসুন্ধরা কিংস। রোমাঞ্চকরভাবে বাংলাদেশ পুলিশ এফসিকে হারিয়ে লিগে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়ে অস্কার ব্রুজনের শিষ্যরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার পুলিশকে ২-১ গোলে হারায় কিংস। জয়সূচক দুটি গোলই এসেছে ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনিয়োর পা থেকে।

লিগের প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে ২-০ গোলে হারিয়ে শুরু করে বসুন্ধরা কিংস। ঢাকা আবাহনীর কাছে ১-০ গোলের হার দিয়ে আসর শুরু করে পুলিশ।

মঙ্গলবার ম্যাচের লাগাম নিজেদের হাতে রেখে আক্রমণ সাজায় ‍কিংস। মুহূর্মুহূ আক্রমণে পুলিশের রক্ষণ ব্যস্ত রাখে তারা।

তার সুফল ম্যাচের ১৬ মিনিটেই পেয়ে যায়। রাউল বেসেরার শট গোলকিপার ফিরিয়ে দিলে ফিরতি বলে মাটি কাঁপানো শটে ডি-বক্সের ডান প্রান্ত থেকে বল জালে জড়ান রবসন। ব্রাজিলিয়ানের গোলে লিড নেয় কিংস।

পিছিয়ে পড়ে ম্যাচের ৪২ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ পুলিশ। বাম প্রান্ত থেকে সেট পিস থেকে আখমেদভের ক্রস পেয়ে দারুণ হেডে কিংসের গোলকিপার আনিসুর রহমান জিকোকে পরাস্ত করেন ল্যান্সিন তোরে।

বল দখলের লড়াইয়ে বসুন্ধরা কিংস ও বাংলাদেশ পুলিশ এফসি। ছবি: বাফুফে

পুলিশের এই উল্লাস অবশ্য কিংস থামিয়ে দেয় প্রথমার্ধের অতিরিক্ত সময়ে।

ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো ট্রেডমার্ক শটে গোলবারের ডান কোণা বরাবর লক্ষ্যভেদ করেন রবসন। নিজের দ্বিতীয় গোলে আবারও লিড নেয় কিংস।

২-১ ব্যবধানে ম্যাচ শেষ হয়ে লিগের টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করে কিংস।

এ বিভাগের আরো খবর