বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২২ বছর যাবৎ গোল করছেন ইব্রাহিমোভিচ

  •    
  • ১৯ জানুয়ারি, ২০২১ ১০:৩৫

সেরি আর নতুন মৌসুমে তার গোল ১২। তার চেয়ে বেশি গোল করেছেন একমাত্র ক্রিস্টিয়ানো রোনালডো। আর ইব্রার সমান ১২ গোল আছে রুমেলু লুকাকু ও চিরো ইমোবিলের।

ক্যারিয়ারের প্রথম সিনিয়র ক্লাব গোল করেন ১৯৯৯ সালে। ক্যালেন্ডারের পাতায় এরপর পেরিয়ে গেছে ২২ বছর। এখনও সমান দক্ষতায় দলকে জিতিয়ে যাচ্ছেন স্লাতান ইব্রাহিমোভিচ।এই সুইড স্ট্রাইকারের জোড়া আঘাতেই ইতালিয়ান সেরি আতে কালিয়ারিকে ২-০ গোলে হারিয়েছে মিলান। এবারের মৌসুমে আট ম্যাচে ১২ গোল ইব্রার নামের পাশে।সুইডিশ ক্লাব মালমোর হয়ে ক্যারিয়ারের প্রথম গোল করেন ২৯ অক্টোবর ১৯৯৯ সালে। প্রায় ২২ বছর পর ২০২১ সালেও একই রকম সচল তার বুট জোড়া।মালমোর হয়ে অভিষেকের পর এই কিংবদন্তি সুইড খেলেছেন আয়াক্স আমস্টার্ডাম, মিলান, ইউভেন্তাস, ইন্টারনাৎসিওনাল, বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই ও ম্যানচেস্টার ইউনাইটেডে মতো ক্লাবে।২০১৮ সালে ইউরোপ ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। তখন অনেকেই ভেবেছিলেন ক্যারিয়ারে হয়তো এবার ইতি টানবেন এই দীর্ঘদেহী সুইড।সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে ইব্রাহিমোভিচ আবারও ফেরেন ইউরোপে। নতুন ভাবে চুক্তি করেন মিলানের সঙ্গে। নতুন মৌসুমে দারুণ ফর্মে থেকে দেখিয়ে দিচ্ছেন এই ৩৯ বছর বয়সে তিনি সেরাদের সঙ্গে টক্কর দিতে সক্ষম।পরিসংখ্যান অন্তত তাই বলে। সেরি আর নতুন মৌসুমে তার গোল ১২। তার চেয়ে বেশি গোল করেছেন একমাত্র ক্রিস্টিয়ানো রোনালডো। আর ইব্রার সমান ১২ গোল আছে রুমেলু লুকাকু ও চিরো ইমোবিলের।ইব্রা এদের সবার চেয়ে ম্যাচ খেলেছেন কম। রোনালডো খেলেছেন ১৪ ম্যাচে। ইমোবিলে ১৬ আর লুকাকু মাঠে নেমেছেন ১৭ বার।কালিয়ারির বিপক্ষে সোমবার রাতে তার একেবারেই শুরুতে। সাত মিনিটে পেনাল্টি স্পট থেকে দলকে এগিয়ে দিতে ভুল করেননি ইব্রাহিমোভিচ।মিলানের হয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন ৫২ মিনিটে। দাভিদ কালাব্রিয়ার পাস থেকে বল পেয়ে কালিয়ারি গোলকিপারকে পরাস্ত করেন তিনি। প্রথমে লাইনসম্যান অফসাইডের সংকেত দিলেও, ভিডিও অ্যাসিস্টেন্টের সহায়তার রেফারি গোলটিকে স্বীকৃতি দেন।ওই গোলেই ম্যাচভাগ্য নিশ্চিত হয়ে যায়। তিন পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করে মিলান। ১৮ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে তারা। দুইয়ে থাকা ইন্টার মিলানের সংগ্রহ সমান ম্যাচে ৪০।

এ বিভাগের আরো খবর