বার্সেলোনার সমার্থক হয়ে গেছেন গত দেড় দশকে। বিখ্যাত ব্লু গ্রানা জার্সিতে মাতিয়েছেন পুরো বিশ্ব। ভক্ত সমর্থকদের উপহার দিয়েছেন অগণিত শিরোপা। রোববার রাতে ১৭ বছরের দীর্ঘ বার্সা ক্যারিয়ারে নতুন এক অভিজ্ঞতা হল লিওনেল মেসি। বার্সেলোনার জার্সি গায়ে পেলেন প্রথম লাল কার্ড।স্প্যানিশ সুপার কোপার ম্যাচের অন্তিম সময়। বার্সেলোনা পিছিয়ে ৩-২ গোলে। রেফারির শেষ বাঁশি বেজে উঠতে পারে যখন তখন। শেষ বার আক্রমণে ওঠার সুযোগ পেয়েছে বার্সেলোনা।বরাবরের মতো আক্রমণের উৎস মেসি। আক্রমণ শানাতে পাস দেয়ার পর তাকে চার্জ করতে এলেন বিলবাও খেলোয়াড় আসিয়ের ভিয়ালিবরে। বিষয়টা পছন্দ হল না মেসির। হাত দিয়ে মেরে বসলেন আগুয়ান প্রতিপক্ষকে।মেসির এই ফাউল রেফারি হিল মানসানোর চোখ এড়িয়ে গেলেও লাইনসম্যান তার নজরে আনেন বিষয়টি। এরপর ভিডিও অ্যাসিস্টেন্ট এর সাহায্য নিয়ে মানসানো সরাসরি লাল কার্ড দেখান আর্জেন্টাইন মহাতারকাকে। শেষ হয়ে যায় তার ম্যাচ ও বার্সেলোনার সমতা ফেরানোর স্বপ্ন।সুপার কাপের ফাইনাল ছিল বার্সেলোনার জার্সি গায়ে মেসির ৭৫৩তম ম্যাচ। এই প্রথম ক্লাব ক্যারিয়ারে লাল কার্ড পেলেন তিনি। এর আগে আর্জেন্টিনার হয়ে দুইবার বহিষ্কৃত হয়েছেন মাঠ থেকে।ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে ২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে লাল কার্ড পান মেসি। এরপর পেয়েছিলেন কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ২০১৯ সালের ৬ জুলাই।তৃতীয় লাল কার্ডটির কারণে হয়তো তাকে নিষিদ্ধ হতে হবে অন্তত চার ম্যাচ। যার অর্থ কোপা দেল রেতে করনেয়ার বিপক্ষে ম্যাচটি সহ তিনি খেলতে পারবেন না লা লিগায় এলচে, বিলবাও ও রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে।বার্সেলোনা অবশ্য স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে অধিনায়কের শাস্তি কমানোর আবেদন করবে।
৭৫৩ ম্যাচে প্রথম লাল কার্ড মেসির
সুপার কাপের ফাইনাল ছিল বার্সেলোনার জার্সি গায়ে মেসির ৭৫৩তম ম্যাচ। এই প্রথম ক্লাব ক্যারিয়ারে লাল কার্ড পেলেন তিনি। এর আগে আর্জেন্টিনার হয়ে দুইবার বহিষ্কৃত হয়েছেন মাঠ থেকে।
-
ট্যাগ:
- মেসি
এ বিভাগের আরো খবর/p>