বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসির জন্য শেষ মুহূর্তের অপেক্ষায় কুমান

  •    
  • ১৭ জানুয়ারি, ২০২১ ১২:৩৯

ব্যথা সম্পূর্ণ না সারায় শুক্রবার দলের অনুশীলনে অংশ নেননি ক্লাব অধিনায়ক। ব্যক্তিগত অনুশীলনের সঙ্গে হালকা জিম করেছেন। দলের সঙ্গে সেভিলে এসেছেন তিনি। বার্সেলোনা কোচ রোনালড কুমান অবশ্য দলের সেরা তারকার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতেও রাজি।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রাতে আথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। গুরুত্বপূর্ণ ফাইনালের আগে বার্সা ক্যাম্পে দুশ্চিন্তা লিওনেল মেসিকে নিয়ে।স্প্যানিশ লা লিগায় গত শনিবার গ্রানাদার বিপক্ষে ম্যাচে চোট পান লিওনেল মেসি। স্ক্যানের পর দেখা যায় চোট গুরুতর নয় তার। অস্বস্তি বেড়ে যাওয়ায় বুধবার স্প্যানিশ সুপার কাপ সেমিফাইনালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলেননি আর্জেন্টাইন সুপারস্টার।ব্যথা সম্পূর্ণ না সারায় শুক্রবার দলের অনুশীলনে অংশ নেননি ক্লাব অধিনায়ক। ব্যক্তিগত অনুশীলনের সঙ্গে হালকা জিম করেছেন। দলের সঙ্গে ফাইনালের ভেন্যু সেভিলে এসেছেন তিনি।বার্সেলোনা কোচ রোনালড কুমান অবশ্য দলের সেরা তারকার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতেও রাজি। ‘রোববার সকালে আমরা দেখব ডাক্তারি পরীক্ষায় তার শরীরের প্রতিক্রিয়া কি হয়। আমি অত্যন্ত আশাবাদী তাকে ম্যাচে পাওয়ার বিষয়ে,’ সেভিলে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বলেন কুমান।ফাইনালে মাঠে থাকার জন্য মেসিকে দলের পক্ষ থেকে কোনো চাপ দেয়া হবে না বলে নিশ্চিত করেন কুমান। বলেন, ‘ম্যাচ খেলার জন্য শতভাগ ফিটনেস প্রয়োজন। এটাই মৌসুমের শেষ খেলা নয়। এর পরই অনেকগুলো ম্যাচ আছে আমাদের। ম্যাচে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত খেলোয়াড়কেই নিতে হবে।’নতুন মৌসুমের শুরুতে ছন্দে না থাকলেও ধীরে ধীরে ফর্ম ফিরে পেয়েছেন মেসি। এই পর্যন্ত ১৪ গোল এসেছে তার পা থেকে। বার্সেলোনাও অপরাজিত আছে টানা নয় ম্যাচ।ফর্ম বজায় রেখে নতুন বছরে প্রথম শিরোপা জিততে মুখিয়ে আছে বার্সেলোনা উল্লেখ করে কুমান বলেন, ‘আমরা সঠিক রাস্তায় আছেন সেটা প্রমাণের জন্য শিরোপা জেতা জরুরী। এটা অনেক বড় কিছু না হলেও দিন শেষে একটা ট্রফি।’সেভিলের লা কারতুহা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় সুপার কাপের ফাইনালে মাঠে নামছে বার্সেলোনা।

এ বিভাগের আরো খবর