বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দারুণ সাইফকে রুখে দিল রহমতগঞ্জ

  •    
  • ১৬ জানুয়ারি, ২০২১ ২২:২৮

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার রাত আটটায় শুরু হওয়া ম্যাচে পুরান ঢাকার দলটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সাইফ।

বেলজিয়ান কোচ পল পুটের অধীনে ফেডারেশন কাপে রানার আপ হয় সাইফ স্পোর্টিং ক্লাব। দুর্দান্ত ফর্মে থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচে নেমে হোঁচট খেল দলটি। রহমতগঞ্জের সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার রাত আটটায় শুরু হওয়া ম্যাচে পুরান ঢাকার দলটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সাইফ।

ফেড কাপের আত্মবিশ্বাস নিয়ে লম্বা রেসের দৌড় লিগের প্রথম ম্যাচে শুরুটা দারুণভাবেই করে পল পুটের সাইফ।

ম্যাচের ১৮ মিনিটেই জন ওকোলির গোলে লিড নেয় তারা। মাঝমাঠ থেকে সিরোজুদ্দীন রহমতুল্লাহের লম্বা থ্রু থেকে বল পেয়ে ডিফেন্ডারকে ড্রিবলিং করে ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো শটে ডান বারের কোণা বরাবর বল পাঠিয়ে দেন এই নাইজেরিয়ান।

১-০ ব্যবধানে এগিয়ে যায় সাইফ।

এই লিডের আনন্দ ফিকে করতেও খুব একটা সময় নেয়নি গোলাম জিলানীর রহমতগঞ্জ।

ম্যাচের ১৮ মিনিটে সাইফকে লিড এনে দিয়ে উল্লাসে মাতেন জন ওকোলি

ম্যাচের ৪০ মিনিটের মাথায় চমকে দেয়ার মতো গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ। মাঝমাঠ থেকে লম্বা পাসটা ডি-বক্সের ভেতরে পড়লে ক্লিয়ার করতে দেরি করে ফেলেন ইয়াসিন আরাফাত। সেই সুযোগটা কাজে লাগিয়ে জালে পাঠাতে ভুল করেননি ক্রিস রেমি।

স্লাইডিং ভলিতে গোলকিপার পাপ্পুকে অসহায় করে বল ঠিকানায় ঠেলে সমর্থকদের উৎসবে মাতান তিনি।

১-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় ম্যাচ।

দ্বিতীয়ার্ধে লিড নেয়ার অগণিত সুযোগ তৈরি করে সাইফ। আক্রমণভাগের ব্যর্থতার কারণে এগিয়ে যেতে পারে না তারা। উল্টো পেনাল্টিতে গোল খেয়ে চাপে পড়ে যেতে পারত সাইফ।

পেনাল্টি থেকে রহমতগঞ্জের শটটা দারুণভাবে রুখে দেন সাইফের গোলকিপার পাপ্পু হোসেন। অবশ্য একইভাবে সাইফের অনেক আক্রমণ গ্লাভস হাতে হতাশ করেন রহমতগঞ্জের গোলকিপার রাসেল মাহমুদ লিটন।

পরে কেউ আর গোলের সন্ধান পেতে ব্যর্থ হলে ১-১ ব্যবধানে ম্যাচ শেষ হয়। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

এ ড্রয়ে বিপিএলের পয়েন্ট তালিকায় চারে উঠে আসে রহমতগঞ্জ। ও তার পরেই অবস্থান করছে সাইফ স্পোর্টিং করে।

এ বিভাগের আরো খবর