স্প্যানিশ লা লিগায় গত শনিবার গ্রানাদার বিপক্ষে ম্যাচে চোট পান লিওনেল মেসি। স্ক্যানের পর দেখা যায় চোট গুরুতর নয় তার। অস্বস্তি বেড়ে যাওয়ায় বুধবার স্প্যানিশ সুপার কাপ সেমিফাইনালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে খেলেননি আর্জেন্টাইন সুপারস্টার।বার্সেলোনা কোচ রোনালড কুমানের প্রত্যাশা ছিল চোট থেকে সেরে উঠে রোববারের ফাইনালে খেলতে পারবেন মেসি। সেটি এখনও নিশ্চিত নয়।ব্যথা সম্পূর্ণ না সারায় শুক্রবার দলের অনুশীলনে অংশ নেননি ক্লাব অধিনায়ক। হালকা জিম করেছেন। দলের সঙ্গে সেভিলে এসেছেন তিনি।সেভিলের লা কারতুহা স্টেডিয়ামে রোববার রাতে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল খেলবে বার্সেলোনা।কুমানের সামনে বার্সেলোনার হয়ে প্রথম শিরোপা জেতার সুযোগ রোববার। শুধু মেসির ইনজুরিই নয় বার্সা বস চিন্তায় আছেন ড্রেসিং রুমের পরিবেশ নিয়েও।মেসি ও গোলকিপার মার্ক-আন্ড্রে টের স্টেগেনের মধ্যে সেমিফাইনাল শেষে বচসার খবর ছেপেছে কাতালুনিয়ার বেশ কয়েকটি পত্রিকা। তাদের প্রতিবেদন অনুযায়ী ড্রেসিং রুমে মেসির খবরদারি মেনে নিতে পারছেন না স্টেগেন।যে কারণে ম্যাচের আগে তর্ক হয় দুই জনের এবং ম্যাচ শেষে সব খেলোয়াড়ের সঙ্গে মেসি শুভেচ্ছা বিনিময় করলেও স্টেগেনের সঙ্গে কথা বলেননি।যে কারনে ড্রেসিং রুমে কিছুটা অস্বস্তি রয়েছে বলে দাবি সংবাদপত্রগুলোর। আনুষ্ঠানিকভাবে অবশ্য দুই খেলোয়াড়, ক্লাব বা কোচ কেউ-ই এই বিষয়ে কিছু জানাননি।
অনুশীলন করেননি মেসি, ফাইনাল অনিশ্চিত
ব্যথা সম্পূর্ণ না সারায় শুক্রবার দলের অনুশীলনে অংশ নেননি ক্লাব অধিনায়ক। হালকা জিম করেছেন। দলের সঙ্গে সেভিলে এসেছেন তিনি।
-
ট্যাগ:
- মেসি
এ বিভাগের আরো খবর/p>