বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জরিমানা দিতেই হচ্ছে মেসিকে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ জানুয়ারি, ২০২১ ১৬:২৭

শাস্তির বিরুদ্ধে আপিল করে বার্সেলোনা। ম্যারাডোনার মৃত্যুতে সম্মান জানানোকে বিশেষ পরিস্থিতি বিবেচনার আপিল করে তারা। আর্থিক জরিমানা ও মেসির হলুদ কার্ড মুছে ফেলার দাবি জানায় কাতালান ক্লাবটি।

ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পর সারা বিশ্বের খেলোয়াড়দের মতো মাঠে শ্রদ্ধা জানিয়েছিলেন লিওনেল মেসিও। নিজের আদর্শ ফুটবলারের জার্সি পরে তার সম্মানে উৎসর্গ করেন গোল। তবে, এই উদযাপনের পর বিপত্তি বাঁধায় লা লিগা কর্তৃপক্ষ।

লিগের নিয়ম অনুযায়ী ম্যাচে কোনো খেলোয়াড় জার্সি খুললে তাকে হলুদ কার্ড দেখতে হবে। ওসাসুনার বিপক্ষে ২ ডিসেম্বরের সেই ম্যাচে মেসিকেও দেখতে হয় হলুদ কার্ড।

আর বিদেশি দলের জার্সি পড়ায় আর্থিক জরিমানা করা হয় আর্জেন্টাইন সুপারস্টারকে। জরিমানার পরিমাণ খুব বেশি নয় ৬০০ ইউরো (প্রায় ৬২ হাজার টাকা)। বার্সেলোনাকে জরিমানা করা হয় ১৮০ ইউরো।

এই শাস্তির বিরুদ্ধে লা লিগা কর্তৃপক্ষের কাছে আপিল করে বার্সেলোনা। ম্যারাডোনার মৃত্যুতে সম্মান জানানোকে বিশেষ পরিস্থিতি বিবেচনার আপিল করে তারা। আর্থিক জরিমানা ও মেসির হলুদ কার্ড মুছে ফেলার দাবি জানায় কাতালান ক্লাবটি।

লা লিগার ডিসিপ্লিনারি কমিটি তাদের সেই আবেদন গ্রাহ্য করেনি। শুক্রবার জানানো সিদ্ধান্তে কমিটি আগের শাস্তিই বহাল রাখে।

ফলে, মেসি ও বার্সেলোনাকে গুণতে হবে এই জরিমানার অর্থ এবং মেসির নামের পাশে থাকবে ওসাসুনার বিপক্ষে পাওয়া হলুদ কার্ড।

এ বিভাগের আরো খবর