সেরি আ চ্যাম্পিয়ন ইউভেন্তাস ক্রিস্টিয়ানো রোনালডোকে দুই মৌসুম আগে দলে টানে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতার আশায়। ‘মিস্টার চ্যাম্পিয়নস লিগ’ দলে যোগ দিলে ইতালির পাশাপাশি ইউরোপেও প্রাধান্য বিস্তার করতে পারবে ইউভেন্তাস এমনটাই প্রত্যাশা ছিল তাদের। তবে, সেই প্রত্যাশা পূরণ হয়নি ইতালিয়ান ক্লাবটির।রোনালডো যোগ দেয়ার পর চ্যাম্পিয়ন লিগ জেতা তো দূরে, শেষ চারেও পৌঁছাতে পারেনি ইউভে। রোনালডো সেরি আতে গোল পাচ্ছেন ঠিকই। তবে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ইউরোপ সেরা টুর্নামেন্টে আগের ধার ফিরে পাচ্ছেন না।তারপরও রোনালডোর বিশাল অংকের বেতনের বোঝা বইতে হচ্ছে ইউভেন্তাসকে। সম্প্রতি নিজেদের স্কোয়াডের খেলোয়াড়দের বেতনের তালিকা প্রকাশ করেছে চ্যাম্পিয়নরা। অনুমিত ভাবেই সবচেয়ে বেশি বেতন পাচ্ছেন পর্তুগিজ মেগাস্টার।বছরে ইউভেন্তাস রোনালডোকে শুধুমাত্র বেতন-ভাতা বাবদ দেয় ৩১.৫ মিলিয়ন ইউরো (প্রায় ৩২৪ কোটি টাকা)।তার এই বেতন সেরি আর চার ক্লাব উদিনেসে, হেলাস ভেরোনা, স্পেৎসিয়া ও ক্রোতোনের চেয়ে বেশি। এই চার ক্লাব খেলোয়াড়দের পেছনে মোট যে খরচ করে তা রোনালডোর একার বেতনের চেয়ে কম।রোনালডোর পর ইউভেন্তাস থেকে সবচেয়ে বেশি বেতন পান মাথিয়াস ডি লিখট। তরুণ এই ডাচ ডিফেন্ডারের বার্ষিক বেতন আট কোটি ১১ লাখ ইউরো।তারপর আছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। বছরে তিনি বেতন পান ৭ কোটি ৪৩ লাখ ইউরো। আদ্রিয়েঁ রাবিয়ো এবং অ্যারন রামজি দুই জনই পান ৭ কোটি ৯০ লাখ ইউরো করে।সেরি আতে খেলোয়াড়দের বেতন-ভাতা বাবদ সবচেয়ে বেশি খরচ করে ইউভেন্তাস। বছরে ২৪১ মিলিয়ন ইউরো খরচ করে তারা। তাদের পরই আছে ইন্টারনাৎসিওনাল। বছরে তাদের খরচ ১৫২ মিলিয়ন ইউরো।১১৪ মিলিয়ন ইউরো খরচ করে রোমা আছে তিন নম্বরে। নাপোলির খরচ ১০৭ মিলিয়ন এবং এসি মিলানের খরচ ৯২ মিলিয়ন ইউরো।
চার দলের চেয়ে বেতন বেশি রোনালডোর
বছরে ইউভেন্তাস রোনালডোকে শুধুমাত্র বেতন-ভাতা বাবদ দেয় ৩১.৫ মিলিয়ন ইউরো (প্রায় ৩২৪ কোটি টাকা। তার এই বেতন সেরি আর চার ক্লাব উদিনেসে, হেলাস ভেরোনা, স্পেৎসিয়া ও ক্রোতোনের চেয়ে বেশি। এই চার ক্লাব খেলোয়াড়দের পেছনে মোট যে খরচ করে তা রোনালডোর একার বেতনের চেয়ে কম।
-
ট্যাগ:
- রোনালডো
এ বিভাগের আরো খবর/p>