বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিলবাও এর কাছে হেরে বিদায় রিয়ালের

  •    
  • ১৫ জানুয়ারি, ২০২১ ১০:৫০

সেমিফাইনালে বিলবাও ২-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদকে। রোববারের ফাইনালে বিলবাওয়ের প্রতিপক্ষ বার্সেলোনা।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে পৌঁছেছে আথলেতিক বিলবাও। বৃহস্পতিবার রাতে সেমিফাইনালে তারা ২-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদকে। রোববারের ফাইনালে বিলবাওয়ের প্রতিপক্ষ বার্সেলোনা।মালাগার স্টেডিয়াম লা রোসালেদায় দ্বিতীয় সেমিফাইনালে নামার আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বিলবাওয়ের রেকর্ডটা ছিল বাজে। শেষ ২২ ম্যাচে মাত্র একবারই রিয়ালকে হারাতে পেরেছে বিলবাও।সেমিফাইনালের শুরু থেকে অবশ্য তেমনটা মনে হয়নি। ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রাখে বিলবাও কিক-অফের পর থেকেই। নিজেদের খেলা গুছিয়ে আনার পাশাপাশি রিয়ালের ছন্দে বাধা দিতে থাকে তারা।১৭ মিনিটে নিজেদের অর্ধে বল হারান রিয়াল ডিফেন্ডার লুকাস ভাসকেস। তার কাছ থেকে বল পেয়ে রাউল গার্সিয়ার উদ্দেশে ডিফেন্স চেড়া পাস ছাড়েন দানি গার্সিয়া। বক্সের ভেতর থেকে দলকে এগিয়ে নিতে ভুল করেননি এই অভিজ্ঞ ফরোয়ার্ড।গোল হজম করার পর ম্যাচে ফেরার জোর চেষ্টা চালায় রিয়াল। তবে বিরতির মিনিট সাতেক আগে আবারও ভুল করে বসেন ভাসকেস।নিজেদের বক্সে বিলবাওর ইনিহো মার্তিনেসকে এই স্প্যানিশ রাইট ব্যাক। তাকে হলুদ কার্ড দেখানোর পাশাপাশি পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট থেকে দলের লিড দ্বিগুণ করেন রাউল গার্সিয়া।দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ওঠে রিয়াল। জিনেদিন জিদান একাধিক পরিবর্তন আনেন একাদশে। রাফায়েল ভারানকে বদলে মাঠে নামার নাচো ফার্নানদেসকে। তারপরও গোলের দেখা পাচ্ছিল না স্প্যানিশ চ্যাম্পিয়নরা।দুইবার গোলের কাছাকাছি আসেন মার্কো আসেনসিও। কিন্তু দুইবারই তার শট বারে লেগে প্রতিহত হয়। বিলবাওয়ের হয়ে অন্যপ্রান্তে সহজ সুযোগ হাতছাড়া করেন ইকার মুনিয়াইন।রিয়াল কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ৭৩ মিনিটে। কারিম বেনজেমার গোল রিয়ালকে লাইফ লাইন এনে দেয়। তবে, লাইনসম্যান অফসাইডের সঙ্কেত দিলে, রেফারিকে সাহায্য নিতে হয় ভিডিও অ্যাসিস্টেন্টের।মনিটরে বেশ কয়েকবার রিপ্লে দেখে গোলটিকে বৈধতা দেন ম্যাচ রেফারি। ম্যাচে ফেরে রিয়াল।একেবারে শেষ মুহূর্তে আবারও রিয়ালের ভাগ্য বর্তায় ভিএআরে। বিলবাও ডিফেন্ডার মিকেল ভেসগার পাশে বক্সে পড়ে যান সার্হিও রামোস। রিপ্লে দেখে পেনাল্টির আবেদন নাকচ করে দেন রেফারি।ম্যাচে সমতা ফেরার আশা শেষ হয়ে যায় রিয়ালের। শেষ চার থেকেই বিদায় নিতে হয় টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের।টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পরও এই হারকে ব্যর্থতা হিসেবে মেনে নিতে রাজি নন জিদান। ম্যাচশেষে খানিকটা দার্শণিকের সুরেই রিয়াল বস বলেন, ‘ব্যর্থতা হচ্ছে চেষ্টা না করা কিংবা মাঠে সর্বোচ্চটা না দেয়া। জীবনটা এমনই। আপনি সবসময়ই জিততে পারবেন না।’

এ বিভাগের আরো খবর