বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আবাহনীর কষ্টের জয়

  •    
  • ১৪ জানুয়ারি, ২০২১ ১৮:৫৫

নিজেদের প্রথম ম্যাচে শেষ মুহূর্তে কারভেন্স বেলফোর্টের গোলে কষ্টার্জিত তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ঢাকা আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হোম ম্যাচে বাংলাদেশ পুলিশকে ১-০ গোলে হারিয়েছে আকাশী-হলুদ জার্সিধারীরা।

করোনার কারণে দলে নেই পাঁচ ফুটবলার। সদ্যসমাপ্ত ফেডারেশন কাপে শৃঙ্খলাভঙ্গের কারণে নিষিদ্ধ ছিলেন দুই নিয়মিত ফুটবলার সোহেল ও বাদশা। খর্ব শক্তির দল নিয়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগে স্বস্তির জয় পেয়েছে ঢাকা আবাহনী।

নিজেদের প্রথম ম্যাচে শেষ মুহূর্তে কারভেন্স বেলফোর্টের গোলে কষ্টার্জিত তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে লিগের সর্বোচ্চবারের চ্যাম্পিয়নরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হোম ম্যাচে বাংলাদেশ পুলিশকে ১-০ গোলে হারিয়েছে আকাশি-হলুদ জার্সিধারীরা।

লিগ শুরুর আগে আবাহনী বাহিনীতে করোনা থাবায় ছিটকে যায় পাঁচ ফুটবলার। সঙ্গে ফেড কাপে অখেলোয়াড়সুলভ আচরণের কারণে দুইজনসহ মোট সাত ফুটবলারকে হারিয়ে লিগের প্রথম ম্যাচ খেলতে নামে মারিও লেমস।

অন্যদিকে পূর্ণ শক্তির দল নিয়ে আবাহনীর বিপক্ষে নামে চ্যাম্পিয়নশিপ থেকে লিগে নাম লেখানো বাংলাদেশ পুলিশ এফসি। লঙ্কান কোচ পাকের আলীর অধীনে ফেড কাপে ভালো করতে পারেনি দলটি।

গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে অবশ্য লিগের প্রস্তুতির জন্য লম্বা সময় পায় তারা। এই প্রস্তুতির দেখা মিলল আজকের ম্যাচে।

আবাহনীর সঙ্গে টক্কর দিয়ে খেলেছে পুলিশ এফসি।

ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত মারিও লেমসের বাহিনীকে রুখে দিতে সমর্থ হয় পাকের আলীর শিষ্যরা।

শেষ পর্যন্ত রক্ষা হয়নি। ৮৫ মিনিটের মাথায় ম্যাচের কারভেন্স বেলফোর্টের গোলে ডেডলক ভাঙে আবাহনী।

ডান প্রান্ত থেকে ডি-বক্সের ভেতরে ক্রস করেন বদলি হিসেবে নামা রুবেল মিয়া। পুলিশের গোলকিপার নেহালের গায়ে লেগে বল চলে যায় সিক্স ইয়ার্ডের ভেতরে অপেক্ষায় থাকা বেলফোর্টের পায়ে। কিছুটা জটলা থেকে বল জালে জড়িয়ে আবাহনী সমর্থকদের উল্লাসে ভাসান এই হাইতিয়ান।

তার দুই মিনিট পরেই অবশ্য সমতায় ফিরতে পারত পুলিশ এফসি।

ডি-বক্সের বাইরে থেকে আহমেদভের দূরপাল্লার শট আবাহনীর গোলকিপার শহীদুল আলম সোহেলের গ্লাভস ফাঁকি দিয়ে ক্রসবারে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় পুলিশকে।

পরে আর ফেরা হয়নি তাদের। অন্তিম মুহূর্তে এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে লিগের তালিকায় শীর্ষে থাকা কিংসের পরে অবস্থান করছে তারা।

এ বিভাগের আরো খবর