বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মডরিচ-ইনিয়েস্তাকে পেছনে ফেলে সেরা প্লে মেকার মেসি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৩ জানুয়ারি, ২০২১ ১৩:৫০

প্রতি মৌসুম ম্যাচে অবদান, গোলের সহায়তা (অ্যাসিস্ট) ও দলের জয়ে অবদানের ওপরে র‍্যাংকিং করে আইএফএফএইচএস। গত দশ বছরের র‍্যাংকিং পর্যালোচনায় শীর্ষ আছেন মেসি। তার সংগ্রহে ১৭৪ পয়েন্ট।

আন্দ্রেস ইনিয়েস্তা ও লুকা মডরিচদের মতো মিডফিল্ডারদের পেছনে ফেলে গত দশকের সেরা প্লে মেকার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) এর হিসাবে ২০১১ থেকে ২০২০ এই দশ বছরের সেরা প্লে মেকার হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।প্রতি মৌসুম ম্যাচে অবদান, গোলের সহায়তা (অ্যাসিস্ট) ও দলের জয়ে অবদানের ওপরে র‍্যাংকিং করে আইএফএফএইচএস। গত দশ বছরের র‍্যাংকিং পর্যালোচনায় শীর্ষ আছেন মেসি। তার সংগ্রহে ১৭৪ পয়েন্ট।মেসিকে নিয়ে ২০১০-১১ ও ২০১৪-১৫ মৌসুমে দুইবার ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতে তার ক্লাব বার্সেলোনা। এর মধ্যে ২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনা জেতে ইউরোপিয়ান ট্রেবল। আর্জেন্টিনাকে ২০১৪ বিশ্বকাপ এর ফাইনালে নিয়ে যান মেসি। জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার।২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনালেও আর্জেন্টিনাকে নিয়ে যান মেসি।তালিকার দুইয়ে আছেন মেসির বার্সেলোনা সাবেক সতীর্থ ইনিয়েস্তা। তার সংগ্রহে ১২৭ পয়েন্ট। তিনে আছেন ১১৩ পয়েন্ট পাওয়া রিয়াল মাদ্রিদ ও ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মডরিচ। এরপর বেলজিয়াম ও ম্যানচেস্টার সিটির কেভিন ডে ব্রুইনা। তার পয়েন্ট ১০৩।সেরা দশে আরও আছেন রিয়াল মাদ্রিদের টনি ক্রুস ও ইডেন অ্যাজার, পিএসজির নেইমার, আর্সেনালের মেসুত ওজিল ও ইউভেন্তাসের আন্দ্রেয়া পিরলো।

জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালডোর। চলতি সপ্তাহেই ইয়োসেফ বিকানের ৭৫৯ গোলের রেকর্ড ছুঁয়ে দেন সিআর সেভেন। তারপরও সেরা দশ প্লে মেকারের তালিকায় নেই এই পর্তুগিজ মেগাস্টার।

এ বিভাগের আরো খবর