সেরি আতে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইউভেন্তাস। রাতে নিজ মাঠে সাসুওলোকে ৩-১ গোলে হারায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা। দলের হয়ে গোল করেন দানিলো, অ্যারন রামজি ও ক্রিস্টিয়ানো রোনালডো।
ইউভেন্তাস স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। খেলায় প্রাধান্য থাকলেও গোল পায়নি স্বাগতিক দল।
বিরতির ঠিক আগে ফেদেরিকো কিয়েসাকে ফাউল করে লাল কার্ড দেখেন সাসুওলো মিডফিল্ডার পেদ্রো ওনিয়াং। ম্যাচের পুরো দ্বিতীয়ার্ধ ১০ জন নিয়ে চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে হয় অতিথিদের।
ডেড লক ভাঙে বিরতির পরপরই। ৫০ মিনিটে দানিলোর গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। ১৮ গজ দূর থেকে দর্শনীয় শটে গোল করেন এই ব্রাজিলিয়ান।
একজন কম নিয়ে খেলেও জায়ান্টদের বিপক্ষে সমতা ফেরায় সাসুওলো। ৫৮ মিনিটে হামেদ ট্রাওরের অ্যাসিস্ট থেকে ম্যাচে সমতা ফেরান গ্রেগরি ডেফ্রেল।
ম্যাচ শেষ হওয়ার মিনিট দশেক আগে আবারও এগিয়ে যায় ইউভেন্তাস। বাম প্রান্ত জানলুকা ফ্রাবোত্তার ক্রস বক্সে খুঁজে পায় রামজিকে। কাছ থেকে লক্ষ্যভেদ করতে সমস্যা হয়নি এই ওয়েলশম্যানের।
সাসুওলো শেষ পর্যন্ত চেষ্টা চালায় ম্যাচে দ্বিতীয়বার ফিরে আসার। তবে, তাদেরকে শেষ ধাক্কা দেন রোনালডো।
দানিলোর বাড়ানো বল থেকে ইউভের জয় নিশ্চিত করেন পর্তুগিজ মেগাস্টার। এটি তার ক্যারিয়ারের ৭৫৯ তম গোল।
এই গোলের মাধ্যমে তিনি ছুয়ে দিলেন ইয়োসেফ বিকানকে। চেক তারকার গোলসংখ্যাও ৭৫৯। আর একটি গোল করলে আনুষ্ঠানিকভাবে ইতিহাসের সবচেয়ে বেশি গোল করা ফুটবলারে পরিণত হবেন তিনি।
যদিও পেলে ও রোমারিওর অনানুষ্ঠানিক ম্যাচ মিলিয়ে গোল সংখ্যা ১ হাজারেরও বেশি। এবং পেলের ক্লাব সান্তোসের পক্ষ থেকে বিকানের রেকর্ডকে কখনই স্বীকৃতি দেয়া হয়নি।
এই জয়ে ইউভেন্তাস সেরি আ টেবিলের চারে উঠে আসলো। ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ৩৩। ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষ আছে মিলান। তারা ম্যাচ খেলেছে একটি বেশি৷