ভিন্ন দুই ম্যাচে শনিবার রাতে মাঠে নেমেছিল দুই প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা যেখানে তুলে নিয়েছে ৪-০ গোলের সহজ জয়, রিয়াল সেখানে ওসাসুনার মাঠে গিয়ে করে এসেছে গোলশূন্য ড্র।
লা লিগা পয়েন্ট টেবিলের সাত নম্বরে থাকা গ্রানাডার মাঠে রীতিমতো হেসেখেলে জিতেছে বার্সেলোনা। মাত্র ১২ মিনিটের মাথায় আঁতোয়ান গ্রিজমানের গোলে এগিয়ে যায় কাতালানরা।
প্রথমার্ধের ৩৫ মিনিটে গ্রিজমানের পাস থেকে মৌসুমে নিজের দশম গোল করেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। মিনিট সাতেক পরেই মৌসুমে নিজের প্রথম ফ্রি-কিক গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন এই আর্জেন্টাইন।
৬৩ মিনিটে উসমান ডেম্বেলের দারুণ পাস থেকে দুর্দান্ত এক শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন গ্রিজমান। চার গোলে এগিয়ে যাওয়ার পর বার্সেলোনা কোচ রোনাল্ড কুম্যান করলেন প্রায় অবিশ্বাস্য এক কাজ, তুলে নিলেন মেসিকে। চোট বা অন্য কিছু নয়, বিশ্রাম দিতেই অধিনায়ককে তুলে নিয়েছেন বলে জানান কুম্যান।
বার্সেলোনার হয়ে জোড়া গোল করেন মেসি ও গ্রিজমান। ছবি: টুইটার
অন্যদিকে তীব্র তুষারপাতের ফলে ওসাসুনার মাঠ ছিল বরফাবৃত। সেই মাঠে পুরো সময়েই নিজেদের দাঁত বসাতে পারেনি রিয়াল। দুই বার অবশ্য জালে বল জড়িয়েছিল তারা। কিন্তু কাটা পড়েছে অফসাইডে।
অন্যদিকে দারুণ কিছু গোলের সুযোগ পাওয়ার পরও সেগুলো না নিতে পারায় মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ওসাসুনা।
এই জয়ের মধ্য দিয়ে ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের তিন নম্বরে আছে বার্সেলোনা। ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে আতলেতিকো মাদ্রিদ।