বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বার্সার জয়ের মেসির জোড়া গোল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ জানুয়ারি, ২০২১ ১২:৩০

এই জয়ে ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লা লিগা পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এল বার্সেলোনা।

চলতি মৌসুমের শুরু থেকে গোলের সামনে স্বভাবজাত খুনে মেজাজে ছিলেন না বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। লা লিগায় ১৫ ম্যাচে করেছিলেন মাত্র সাত গোল।

সেই মেসির খানিকটা ঝলক দেখা গেল বুধবার রাতে। তার জোড়া গোলে এতলেতিক বিলবাওকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।

এই আর্জেন্টাইন বিলবাওকে একটি গোল উপহারও দিয়েছেন। ম্যাচের শেষ মিনিটে তার ভুল পাস থেকে বল পেয়ে পাল্টা আক্রমণে যায় বিলবাও। ইকার মুনিয়াইনের নৈপুণ্যে ব্যবধান ৩-২ করে স্বাগতিক দল।

এর আগেই অবশ্য ম্যাচ নিজেদের করে নেয় কাতালানরা। ম্যাচের মাত্র তিন মিনিটের মাথায় ইনাকি উইলিয়ামসের গোলে এগিয়ে গিয়েছিল বিলবাও।

খেলায় সমতা ফেরাতে মাত্র ১১ মিনিট সময় নেয় বার্সা। মেসির দারুণ ক্রস থেকে বক্সে থাকা পেদ্রিকে খুঁজে নেন ফ্রেঙ্কি ডি ইয়ং। ফাঁকা গোল পোস্টে বল পাঠাতে ভুল করেননি ১৮ বছর বয়সী পেদ্রি।

৩৮ মিনিটের মাথায় মেসিকে পাস দেন পেদ্রি। দারুণ এক ব্যাক হিলে মেসিকে খুঁজে নেন এই তরুণ মিডফিল্ডার, আর নিখুঁত ফিনিশে বার্সেলোনাকে ২-১ এ এগিয়ে নেন ছয়বারের বিশ্বসেরা ফুটবলার।

৬২ মিনিটে আবার জ্বলে ওঠেন মেসি। আঁতোয়ান গ্রিজমানের পাস থেকে বার্সেলোনাকে ৩-১ গোলে এগিয়ে নেন তিনি।

মেসি গোল পেতে পারতেন আরও দুটি। কিন্তু পোস্টে লেগে ফিরে আসায় মৌসুমের প্রথম হ্যাট্রিক পাননি ৩৩ বছর বয়সী এই ফুটবলার।

এই জয়ে ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লা লিগা পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এল বার্সেলোনা। অন্যদিকে ১৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে বিলবাও।

এ বিভাগের আরো খবর