ইউভেন্তাসের হয়ে সোমবার রাতে উদিনেসের বিপক্ষে জোড়া গোল করে ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখেন ক্রিস্টিয়ানো রোনালডো। দুই গোল করে দলকে জেতানোর পাশাপাশি ইতিহাসের অংশ হয়ে গেছেন পর্তুগিজ মহাতারকা।উদিনেসের বিপক্ষে দুই গোল সহ তার ক্যারিয়ারে গোলসংখ্যা ৭৫৮। ক্লাব ক্যারিয়ার ও জাতীয় দলের জার্সি মিলিয়ে এই গোল করেছেন সিআর সেভেন। আর ছাড়িয়ে গেছেন কিংবদন্তি পেলেকে।অফিশিয়াল ম্যাচে পেলের গোলসংখ্যা ৭৫৭। ২১ বছরের ক্যারিয়ারে ফুটবল সম্রাট গোল করেন ব্রাজিল, সান্তোস ও নিউ ইয়র্ক কসমসের হয়ে।ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের দাবি তাদের হয়ে সব ম্যাচ মিলিয়ে ১,০৯১ গোল করেছেন পেলে।টানা ২০ মৌসুম সিনিয়র ফুটবল খেলা রোনালডোর সামনে গোলসংখ্যায় এখন শুধু মাত্র চেক ফরোয়ার্ড জোসেফ বিকান। তার অফিশিয়াল গোলসংখ্যা ৭৫৯।
আন্তর্জাতিক ফুটবলেও সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙ্গে দেয়ার কাছাকাছি রোনালডো। পর্তুগালের হয়ে ১২০ ম্যাচে ১০২ গোল এই গোলমেশিনের। ইরানের আলি দায়ির আন্তর্জাতিক গোল ১০৯টি।চিরপ্রতিদ্বন্দ্বি লিওনেল মেসির চেয়ে আপাতত ১৬ গোল এগিয়ে রোনালডো। মেসি অবশ্য তার চেয়ে ২০০ ম্যাচ কম খেলেছেন।