স্প্যানিশ লা লিগায় এক ম্যাচ পর জয় পেয়েছে বার্সেলোনা। উয়েস্কাকে ফ্রাংকি ডি ইয়ংয়ের একমাত্র গোলে হারিয়ে বছরে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে রোনাল্ড কুমানের দল।উয়েস্কার মাঠে একেবারেই সাধারণ মানের ছিল বার্সেলোনার পারফর্ম্যান্স। শুরু থেকেই একের পর এক সুযোগ হাতছাড়া করে সফরকারী দল। ফাইনাল থার্ডে একেবারেই সুবিধা করতে পারেননি উসমান ডেম্বেলে-মারটিন ব্র্যাথওয়েইটরা।ম্যাচের প্রথম বড় সুযোগ নষ্ট করেন পেদ্রি। বাঁ-দিক থেকে আসা ক্রসে বক্সের ভেতরে বল পেয়ে যান তিনি। তবে, একেবারে কাছ থেকে গোলকিপারকে পরাস্ত করতে পারেননি। ম্যাচের ঘড়িতে সময় তখন ৭ মিনিটে।মিনিট পনেরর মধ্যে আরও একটি সহজ সুযোগ নষ্ট করেন পেদ্রি। ডেম্বেলের ক্রসে কাছ থেকে হেড করে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হলে আরও একবার গোলের সুযোগ হারায় বার্সেলোনা।লিডের জন্য উয়েস্কার উপর চাপ বাড়াতে থাকা বার্সেলোনা ম্যাচের একমাত্র গোলের দেখা পায় ২৭ মিনিটে। বক্সের বাইরে থেকে লিওনেল মেসির নিঁখুত ক্রসে পা ছুঁইয়ে দলকে লিড এনে দেন ডি ইয়ং।বিরতির ঠিক আগে মেসির দারুণ এক ফ্রি-কিক থেকে অসাধারণ দক্ষতায় দলকে নিরাপদ রাখেন উয়েস্কা কিপার আলভারো ফার্নান্দেস।দ্বিতীয়ার্ধেও গোল মিসের মহড়া অব্যাহত রাখে ব্লুগ্রানা। কখনও সহজ সুযোগ নষ্ট আবার কখনও বা ফার্নান্দেসের নৈপূণ্য গোলবঞ্চিত রাখে বার্সেলোনাকে। অবশেষে ওই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সাবেক চ্যাম্পিয়নরা।এত সুযোগ হাতছাড়া করা স্বাভাবিকভাবেই হতাশ ছিল পুরো স্কোয়াড। তারই প্রতিফলন পাওয়া যায় মার্ক-আন্ড্রে টের স্টেগানের কথায়।দলের পারফরম্যান্সে আরও উন্নতি আনতে হবে এমনটা উল্লেখ করে বার্সেলোনা গোলকিপার গণমাধ্যমকে বলেন ,‘ম্যাচের শেষ সময়ে আমাদের আরও ভালো খেলতে হবে। এই ম্যাচের মতো সমস্যায় পড়ার দরকার নেই। শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছি সেটাই গুরুত্বপূর্ণ। এখন এগিয়ে যেতে হবে।’
রাতের আরেক ম্যাচে মারকোস ইয়োরেন্তে ও লুইস সুয়ারেসের গোলে দেপোর্তিভো আলাভেসকে ২-১ ব্যবধানে হারায় আতলেতিকো মাদ্রিদ। এই জয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছে তারা।১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তারা আছে এক নম্বরে। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৩৬। তারা খেলেছে দুই ম্যাচ বেশি। আর উয়েস্কার বিপক্ষে জয়ে বার্সেলোনা আছে পাঁচ নম্বরে। ১৬ ম্যাচের তাদের ঝুলিতে ২৮ পয়েন্ট।