বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রবসন-বেসেরার গোলে সেমিতে কিংস

  •    
  • ৩ জানুয়ারি, ২০২১ ১৮:৪৭

রোববার ২-০ গোলে জয় পেয়েছে অস্কার ব্রুসনের শিষ্যরা। এ ম্যাচেও আলো ছড়িয়েছে আর্জেন্টিনা-ব্রাজিল ছন্দ। দুই লাতিন ফুটবলারের ছন্দে সেমির উৎসব কিংস শিবিরে। একটি করে গোল করেন রাউল বেসেরা ও রবসন সিলভা।

ফেডারেশন কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়েছে বসুন্ধরা কিংস। এ জয়ে তৃতীয়বারের মতো সেমিতে পা রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ২-০ গোলে জয় পেয়েছে অস্কার ব্রুসনের শিষ্যরা।এ ম্যাচেও আলো ছড়িয়েছে আর্জেন্টিনা-ব্রাজিল ছন্দ। দুই লাতিন ফুটবলারের ছন্দে সেমির উৎসব কিংস শিবিরে। একটি করে গোল করেন রাউল বেসেরা ও রবসন সিলভা।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে কিংস। ১০ মিনিটে বেসেরার গোলে লিড নেয় চ্যাম্পিয়নরা।মাঝ মাঠ থেকে বিশ্বনাথ ঘোষের বাড়ানো বল ধরে ডান পাশ থেকে বেসেরার উদ্দেশে ক্রস করেন জোনাথান ফার্নানদেস। গোলকিপারের সামনে ওত পেতে থাকা আর্জেন্টাইন ফরোয়ার্ড বল পেয়েই বাঁ-পায়ের ছোঁয়ায় জালে জড়ান।লিড নিয়েও চাপ অব্যাহত রাখে কিংস। ২৪ মিনিটে ডান দিক থেকে রবসনের নেয়া কর্নার ফিরিয়ে দেয় শেখ জামাল। ফিরতি বলে ডি-বক্সের সামনে থেকে দারুণ শট নেন মাসুক মিয়া, তবে তার শট গোলবারে উপর দিয়ে উড়ে যায়।৩৫তম মিনিটে লিড দ্বিগুণ করতে পারতো বসুন্ধরা। ডি-বক্সের ভেতর থেকে ফার্নানদেসের ফ্লিক অল্পের জন্য গোল মুখ থেকে সেভ করেন জামালের ডিফেন্ডার মোজাম্মেল হোসেন।কিংসের আক্রমণের সামনে কিছুটা নিষ্প্রভ ছিল শেখ জামাল। তারপরও ভাল কিছু সুযোগ তৈরি করে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা।৪২তম মিনিটে সমতায় ফিরতে পারতো জামাল। মাঝমাঠ থেকে ওমর জোবেকে বল বাড়ান সলোমন কিং। বল পেয়ে ডি-বক্সে ঢুকে পড়েন জোবে।ডিফেন্ডারদের পরাস্ত করে বসুন্ধরার গোলরক্ষক আনিসুর রহমান জিকোর সামনে থেকে বল পোস্টের উপর দিয়ে শট নেন উজবেকিস্তানের এই ডিফেন্ডার। পরিষ্কার সুযোগ হতাশায় পরিণত হয় মুহূর্তে।দুই মিনিটের ব্যবধানে বাঁ পাশ থেকে সতীর্থের বাড়ানো বলে হেড করেন জোবে। উপরের পোস্টে লাগায় এবারও সমতায় আসতে পারেনি হলুদ জার্সিধারীরা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বসুন্ধরা।দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে শেখ জামাল। ৫৪তম মিনিটে ডান দিক থেকে মোজাম্মেলের বাড়ানো বলে সিক্স ইয়ার্ড বক্সের ভেতর হেড মিস করেন জোবে। সেই বলে হেড নেন ভালি জোনোভ ওটাবেক। বল জাল না ছুঁলেও অফসাইডের বাঁশি বাজান রেফারি।নয় মিনিট পর ব্যবধান বড় করতে পারত বসুন্ধরা। বাঁ-দিক থেকে মতিন মিয়ার ক্রসে ডি-বক্সের ভেতরে হেড করেন মাহবুবর রহমান সুফিল। তার হেড গোলকিপার ফিরিয়ে দিলে ফিরতি বলে শট নেন অস্কার। তার শট পোস্টে লাগায় সে যাত্রায় রক্ষা পায় জামাল।টানা আক্রমণের ফল পায় কিংস। জামালের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করে ৮৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবসন। তার ফ্রি-কিক থেকে দারুণ গোলে স্কোরলাইন ২-০ করে কিংস।ম্যাচের শেষ মুহূর্তের এই গোলেই কোয়ার্টার থেকে শেখ জামালের বিদায় নিশ্চিত হয়ে যায়। আর এ জয়ে টানা তিন নম্বর ফেডারেশন কাপের সেমিতে পা রাখে কিংস।

এ বিভাগের আরো খবর