বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মারাকানায় নেইমারের পায়ের ছাপ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ জানুয়ারি, ২০২১ ১৬:২৯

নিজের পায়ের ছাপ মারাকানার হল অফ ফেমে সংযুক্ত হওয়ার বিষয়টি নিজের ইন্সটাগ্র্যাম অ্যাকাউন্টে নিশ্চিত করেন নেইমার।

ব্রাজিলের কিংবদন্তি স্টেডিয়াম মারাকানা। সেখানকার হল অফ ফেমে রাখা আছে পেলে, গারিঞ্চা, জিকো, রোনালদিনিয়োর মত ব্রাজিলিয় গ্রেটদের পায়ের ছাপ।

সেই তালিকায় যুক্ত হলেন নেইমার। শনিবার মারাকানায় নেইমারের পায়ের ছাপ সংগ্রহ করা হয়।

নিজের পায়ের ছাপ মারাকানার হল অফ ফেমে সংযুক্ত হওয়ার বিষয়টি নিজের ইন্সটাগ্র্যাম অ্যাকাউন্টে নিশ্চিত করেন নেইমার। পাঁচটি ছবি পোস্ট করে নেইমার লেখেন, ‘ফুটবল ইতিহাসের অংশ হতে পেরে এবং মারাকানায় পায়ের ছাপ রেখে যাওয়া এতজন প্লেমেকারের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত খুশি এবং গর্বিত।’

নেইমারের পায়ের ছাপ সংগ্রহের সময় সেখানে উপস্থিত ছিলেন তার বাবা নেইমার সিনিয়র, সিনেটর ফ্লাভিয়া বোলসেনারো এবং রিও ডি জেনিরোর সেক্রেটারি অফ স্পোর্টস লিয়ান্দ্রা আলভেস।

নিজের ক্যারিয়ারে মারাকানায় পাঁচ ম্যাচ খেলেছেন নেইমার। সেই পাঁচ ম্যাচে করেছেন চার গোল। এই মাঠেই ব্রাজিলের হয়ে ২০১৩ সালে কনফেডারেশনস কাপ ও ২০১৬ সালে অলিম্পিকে স্বর্ণ জেতেন এই ব্রাজিলিয়ান তারকা।

এ বিভাগের আরো খবর