স্প্যানিশ লা লিগায় দারুণ জয়ে বছর শুরু করেছে রিয়াল মাদ্রিদ। নিজ মাঠে সেলতা ভিগোকে ২-০ গোলে হারায় চ্যাম্পিয়নরা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে লস ব্লাঙ্কোস।
নিজ মাঠ এসতাদিও আলফ্রেদো দি স্তেফানোতে ম্যাচের শুরু থেকে প্রাধান্য বজায় রাখে রিয়াল। ৬ মিনিটে এগিয়ে যায় ঘরের দল।
কাউন্টার অ্যাটাক থেকে উইংয়ে বল পেয়ে যান মার্কো আসেনসিও। তার ক্রসে পোস্টের সামনে থেকে হেড করে লক্ষ্যভেদ করেন লুকাস ভাসকেস।
প্রথম গোল পাওয়ার আধঘণ্টার মধ্যেই লিড দ্বিগুণ করার সুযোগ পায় রিয়াল। তবে বক্সের ভেতর থেকে কারিম বেনজেমা শট গোলে রাখতে পারেননি। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় তার প্রচেষ্টা।
প্রথমার্ধে ওই এক গোলই হয় ম্যাচে।
বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে রিয়াল। ৫৩ মিনিটে আবারও ভাসকেস-আসেনসিও কম্বিনেশনে গোল পায় তারা।
মাঝমাঠে সেলতার হেসন মুরিয়োর কাছ থেকে বল কেড়ে নেন কাসেমিরো। তার বাড়ানো বল পেয়ে পেনাল্টি এরিয়ায় ঢুকে আসেনসিওকে খুঁজে নেন ভাসকেস। জোরালো শটে স্কোরলাইন ২-০ করে দেন আসেনসিও। তার গোলেই জয় নিশ্চিত হয় রিয়ালের।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে মাঠে নামেন চোট থেকে সেরে ওঠা ইডেন অ্যাজার্ড। ম্যাচে খুব একটা প্রভাব বিস্তার করতে পারেননি এই বেলজিয়ান।
এই জয়ে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পৌঁছেছে রিয়াল। দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৩৫। তবে, তারা খেলেছে তিন ম্যাচ কম।
ম্যাচ শেষে দলের পারফর্ম্যান্সে সন্তুষ্ট রিয়ালের কোচ জিনেদিন জিদান। ম্যাচে পূর্ণাঙ্গ পারফরম্যান্স ছিল রিয়ালের উল্লেখ করে জিদান বলেন, ‘আমরা খেলাটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছি। প্রেসিং থেকে শুরু করে, বল ফিরিয়ে আনা সবকিছুতেই ভালো একটা ব্যালান্স ছিল। আমরা সবকিছুই দারুণ ছিল।’
রিয়াল মাদ্রিদ শীর্ষস্থান হারাতে পারে রোববার। ওইদিন রাতেই আলাভেসের মাঠে খেলতে যাচ্ছে আতলেতি।