মঙ্গলবার নিজেদের কোচ টমাস টুখেলকে বরখাস্ত করেছিল পিএসজি। তখন থেকেই চলছিল গুঞ্জন, প্যারিসিয়ানদের নতুন কোচ হতে যাচ্ছেন মরিসিও পচেত্তিনো।
সেই গুঞ্জনই সত্য হলো শনিবার। নিজেদের সাবেক খেলোয়াড় এই আর্জেন্টাইনকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্রান্সের ক্লাবটি।
শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতির মধ্য দিয়ে পচেত্তিনোকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করে পিএসজি। আগামী সাত জানুয়ারি সেইন্ট এতিয়েনের বিপক্ষে ম্যাচে পিএসজির ডাগআউটে দেখা যাবে এই আর্জেন্টাইন কোচকে।
পিএসজির কোচ হিসেবে যোগ দেয়ার পর পচেত্তিনো বলেন ‘পিএসজির নতুন কোচ হওয়ায় আমি অত্যন্ত খুশি এবং গর্বিত। আমি ক্লাবের ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই আমার ওপর তাদের বিশ্বাসের জন্য। আপনারা সবাই জানেন, এই ক্লাবটির জন্য আমার হৃদয়ে একটি বিশেষ স্থান রয়েছে।’
পিএসজির আগে পচেত্তিনো কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এস্পানিওল, সাউদাম্পটন ও টটেনহ্যাম হটস্পারে। ২০১৮-১৯ মৌসুমে প্রথমবারের মত টটেনহ্যামকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিয়ে যান এই কোচ। পরের মৌসুমে দল বাজে শুরু করলে তাকে বরখাস্ত করে টটেনহ্যাম।
খেলোয়াড়ি জীবনে পিএসজিতে দুই বছর কাটান পচেত্তিনো। ২০০১ সালে এস্পানিওল থেকে যোগ দেয়ার পরের দুই মৌসুমে প্যারিসের নিয়মিত মুখ ছিলেন এই আর্জেন্টাইন।