বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লিডসের বিপক্ষে সহজ জয় টটেনহ্যামের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২ জানুয়ারি, ২০২১ ২১:২১

টটেনহ্যামের হয়ে গোল তিনটি করেন হ্যারি কেন, সন হিউং মিন ও টবি অল্ডারওয়েইরেল্ড।

প্রিমিয়ার লিগে ঘরের মাঠে লিডস ইউনাইটেডকে ৩-০ গোলের সহজ ব্যবধানে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার।

তাদের হয়ে গোল তিনটি করেন হ্যারি কেন, সন হিউং মিন ও টবি অল্ডারওয়েইরেল্ড।

ম্যাচের শুরু থেকে এগিয়ে ছিল লিডস। ২২ মিনিটে গোলের সুযোগও পেয়েছিলেন তাদের স্ট্রাইকার প্যাট্রিক ব্যামফোর্ড। কিন্তু গোলের মাত্র ছয় গজ দূর থেকেও ব্যামফোর্ড মিস করলে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় লিডস।

মিনিট পাঁচেক পরেই ইজান এলিওস্কি টটেনহ্যামের স্টিভেন বার্গওয়াইনকে পেনাল্টি বক্সে ফাউল করলে পেনাল্টি পায় জোসে মরিনিয়োর শিষ্যরা। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নিতে কোনো ভুল করেননি কেন।

৩৫ মিনিটের মাথায় আবারও এগিয়ে যেতে পারতো টটেনহ্যাম। কিন্তু বেন ডেভিসের ক্রস থেকে বার্গওয়াইন মিস করলে আর এগুনো হয়নি তাদের।

গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি টটেনহ্যামের। ৪৩ মিনিটের মাথায় কেনের দারুণ ক্রসে পা ছুঁইয়ে স্বাগতিকদের ২-০ গোলে এগিয়ে নেন সন।

দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় অল্ডারওয়েইরেল্ডের গোলে ম্যাচ নিজেদের পকেটে ভরে টটেনহ্যাম। সনের কর্নারে মাথা ছুঁইয়ে টটেনহ্যামকে ৩-০ গোলে এগিয়ে নেন এই বেলজিয়ান ডিফেন্ডার।

ম্যাচের বাকি সময়ে আর গোল না হলেও, যোগ করা সময়ে লাল কার্ড দেখেন টটেনহ্যাম ডিফেন্ডার ম্যাট ডোহার্টি। লিডসের পাবলো হার্নান্দেজকে ট্যাকেল করলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ডোহার্টিকে।

এই জয়ে ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম উঠে এলো প্রিমিয়ার লিগ টেবিলের তিন নম্বরে। অন্যদিকে ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিডস আছে ১১ নম্বরে।

এ বিভাগের আরো খবর