গত ২৫ নভেম্বর হৃদযন্ত্রের জটিলতায় মারা যান আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়কের মৃত্যুতে থমকে গিয়েছিল পুরো বিশ্ব।
আর্জেন্টিনা থেকে নাপোলি- ম্যারাডোনার ভক্তের শেষ নেই পুরো পৃথিবীতে। তাদেরই একজন পোপ ফ্রান্সিস।
ইতালিয়ান পত্রিকা গ্যাজেত্তা দেল্লো স্পোর্তকে দেয়া এক সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস জানান, ১৯৮৬ বিশ্বকাপের ফাইনালের সময় পড়াশোনার জন্য তিনি ছিলেন জার্মানির ফ্রাঙ্কফুর্টে।
ওই সময়ের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ‘আমার ১৯৮৬ বিশ্বকাপের একটি স্মৃতি আছে। সে সময় আমি ছিলাম ফ্রাঙ্কফুর্টে। আমি ফাইনাল দেখতে পারিনি। বিশ্বকাপ জেতার কথা জানতে পারি পরের দিন। আমার সেটি আমার মনে আছে, কারণ সেই আনন্দ ভাগাভাগি করার মত কেউ আমার সঙ্গে ছিল না।’
ম্যারাডোনার স্মৃতিচারণ করে পোপ ফ্রান্সিস বলেন, ম্যারাডোনার সঙ্গে তার দেখা হয়েছিল ২০১৪ সালে।
‘মাঠে তিনি ছিলেন একজন কবি, একজন দারুণ চ্যাম্পিয়ন, যে আর্জেন্টিনা এবং নেপলসে লাখ লাখ মানুষকে আনন্দ দিয়েছেন। তিনি ছিলেন একজন ভঙ্গুর প্রকৃতির মানুষ।’
পোপ বলেন, ম্যারাডোনার মৃত্যুর কথা শুনে তিনি তার জন্য প্রার্থনা করেন। বলেন, ‘যখন আমি ম্যারাডোনার মৃত্যুর কথা শুনি, আমি তার জন্য প্রার্থনা করি এবং কিছু সান্ত্বনার বাণীসহ একটি জপমালা তার পরিবারকে পাঠিয়েছি।’