বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিশুদের লিগের মতো করে চলছে ইপিএল, বললেন মরিনিয়ো

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২ জানুয়ারি, ২০২১ ১১:১০

প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের আচরণকে ‘অপেশাদার’ উল্লেখ করে মরিনিয়ো বলেন ইপিএল শিশুদের ফুটবল লিগের মতো করে চালানো হচ্ছে।

করোনাভাইরাসের কারণে বুধবার স্থগিত করা হয় টটেনহ্যাম হটস্পার ও ফুলহ্যামের মধ্যেকার ম্যাচটি। ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) কর্তৃপক্ষ কিক-অফের মাত্র তিন ঘণ্টা আগে দুই দলকে স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। আর এতেই চটেছেন টটেনহ্যামের ম্যানেজার জোসে মরিনিয়ো।প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের আচরণকে ‘অপেশাদার’ উল্লেখ করে মরিনিয়ো বলেন ইপিএল শিশুদের ফুটবল লিগের মতো করে চালানো হচ্ছে।‘পর্তুগালে ৩০ বছর আগে যখন আমি অনূর্ধ্ব ১৩ ও ১৫ এর কোচিং করাতাম তখন অনেক সময় সকাল সাড়ে ৯টার ম্যাচের দেখা যেত রেফারি আসেননি বা প্রতিপক্ষ দল আসেনি। যার কারণে ম্যাচ বাতিল করতে হতো। আমার বাচ্চাদের জন্য সেটি খুবই হতাশার ছিল কারণ ওরা খেলতে চাইত। ‘ওরকম কিছু একটাই আমাদের সঙ্গে ঘটেছে। স্টেডিয়ামে পৌঁছানোর পর জানতে পারলাম আমাদের কোনো ম্যাচ নেই’, শুক্রবার বিবিসিকে বলেন মরিনিয়ো।চেলসিকে তিনবার ইপিএল শিরোপা জেতানো এই পর্তুগিজ ট্যাকটিশিয়ান মনে করেন ইপিএল কর্তৃপক্ষ চাইলে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ান যেত। গণমাধ্যমে খেলা পরিত্যাক্ত হওয়ার খবর আগেই এসেছিল উল্লেখ করে মরিনিয়ো যোগ করেন, ‘দলে খেলোয়াড়েরা পর্যন্ত আমাকে জানিয়েছে যে তাদের দেশের গণমাধ্যমেও প্রকাশ হয়েছে এটি। কিন্তু আমি এটা ওদেরকে নিশ্চিত করতে পারছিলাম না।’নতুন সূচিতে কবে টটেনহ্যাম-ফুলহ্যাম ম্যাচটি হবে সেটা এখনও জানায়নি প্রিমিয়ার লিগ। তবে, ব্যস্ত সূচিতে খুব কমদিনে বেশি ম্যাচ খেলার সম্ভাবনায় বিরক্ত ও ক্ষুব্ধ মরিনিয়ো।সেপ্টেম্বরেও তার দলকে এমন এক অবস্থার মুখোমুখি হতে হয়েছিল মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘যে পরিস্থিতিতে আমরা খেলেছি সেটা অমানবিক ও অসম্ভব। আমরা আবার সেটার মধ্যে দিয়ে যাব না। কোনো আইনস্টাইন এসে যদি বলে আগের বারের মতো একদিনের ব্যবধান রেখে টানা চার ম্যাচ খেলতে সেটা কোনো ভাবেই আমরা মেনে নিব না।’

এ বিভাগের আরো খবর