বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আমি যে চ্যাম্পিয়ন, সেটা প্রমাণ করা আমার কাজ: জামাল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১ জানুয়ারি, ২০২১ ২২:০০

শুক্রবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে দেয়া সাক্ষাৎকারে জামাল জানান, তাকে দলে নিয়ে কলকাতা মোহামেডান যে কোনো ভুল করেনি সে প্রমাণ দিতে চান তিনি।

ভারতের আই-লিগের দল কলকাতা মোহামেডান দলে ভিড়িয়েছে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে। শুক্রবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে দেয়া সাক্ষাৎকারে জামাল জানান, তাকে দলে নিয়ে কলকাতা মোহামেডান যে কোনো ভুল করেনি সে প্রমাণ দিতে চান তিনি।

জামাল এখন ভারতে থাকলেও দলের সঙ্গে যোগ দেয়ার আগে আছেন কোয়ারেন্টিনে। সেই কোয়ারেন্টিন থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সাক্ষাৎকারটি দেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক।

জামালকে দলে ভেড়ানোর প্রসঙ্গে কলকাতা মোহামেডানের সাধারণ সম্পাদক ওয়াসিম আকরামকে প্রশ্ন করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।

সেই প্রশ্নের জবাবে ওয়াসিম বলেন, ‘জামাল একজন চ্যাম্পিয়ন। সে বর্তমানে এশিয়ার অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার। তার মধ্যে জেতার ক্ষুধাটা আছে এবং দলের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতাটা নিয়ে সে আসে।’

সাক্ষাৎকারে জামাল বলেন, ‘আমি যে চ্যাম্পিয়ন, সেটা প্রমাণ করা আমার কাজ। আমাকে দলে নিয়ে মোহামেডান যে কোনো ভুল করেনি, সেটি আমাকেই প্রমাণ করতে হবে।’

তিনি জানান, নিজেকে চ্যাম্পিয়ন প্রমাণ করার যে চাপ, তা তাকে অনুপ্রেরণা দেয়। বলেন, ‘একজন ফুটবলার হিসেবে আপনাকে বিভিন্ন রকম চাপ মোকাবেলা করতে হবে। এই ধরনের চাপ আমার জন্য অনুপ্রেরণাদায়ক। যদি কোনো চাপ না থাকে, আমি সেটাকে উপভোগ করি না। আমি এই চ্যালেঞ্জ প্রতিদিন নিতে চাই এবং প্রতিদিন নিজের সেরাটা দিতে চাই।’

জামাল জানান, বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিনস তাকে মোহামেডানে খেলতে যেতে বলেছেন। তার পরিবারও তাকে এই নতুন চ্যালেঞ্জ নিতে বলেছে।

‘আমাদের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের ভারতে কাজ করার অভিজ্ঞতা আছে। তার কাছে ভারতে খেলার ব্যাপারে জানতে চেয়েছিলাম। তিনিও বলেছিলেন- আমি হলে খেলতে যেতাম। মোহামেডানে খেলার সুযোগ আসার পরপরই পরিবারের সঙ্গে কথা বলেছি। তারাই চ্যালেঞ্জ নিতে বলেছিল’, বলেন জামাল।

এ বিভাগের আরো খবর