বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোতিনিয়োর ২ কোটি ইউরো পাচ্ছে না লিভারপুল!

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১ জানুয়ারি, ২০২১ ১৮:৫৭

কোতিনিয়োকে বিক্রির চুক্তিতে লিভারপুল পেতে পারত আরও ৪ কোটি ইউরো। মোট ট্রান্সফার ফি গিয়ে দাঁড়াত ১৬ কোটি ইউরো। এরই মধ্যে সেই ৪ কোটি ইউরোর মধ্যে দেড় কোটি পেয়েছে লিভারপুল। বাকি আড়াই কোটির ২ কোটি পাবে কোতিনিয়ো বার্সেলোনার হয়ে ১০০ ম্যাচ খেলার পর।

২০১৮ সালের জানুয়ারিতে ক্লাব রেকর্ড ১২ কোটি ইউরোর বিনিময়ে ব্রাজিলের ফিলিপে কোতিনিয়োকে লিভারপুল থেকে দলে ভিড়িয়েছিল বার্সেলোনা।

কোতিনিয়োকে বিক্রির চুক্তিতে লিভারপুল পেতে পারত আরও ৪ কোটি ইউরো। মোট ট্রান্সফার ফি গিয়ে দাঁড়াত ১৬ কোটি ইউরো। এরই মধ্যে সেই ৪ কোটি ইউরোর মধ্যে দেড় কোটি পেয়েছে লিভারপুল।

বাকি আড়াই কোটির ২ কোটি পাবে কোতিনিয়ো বার্সেলোনার হয়ে ১০০ ম্যাচ খেলার পর। এখন পর্যন্ত এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাতালানদের হয়ে মাঠে নেমেছেন ৯০ ম্যাচে।

তবে সেই দুই কোটি ইউরো হয়ত পাচ্ছে না লিভারপুল। স্প্যানিশ পত্রিকা স্পোর্ত জানিয়েছে, বার্সেলোনা পরিকল্পনা আঁটছিল জানুয়ারিতেই কোতিনিয়োকে বিক্রি করার।

কিন্তু লম্বা সময়ের জন্য কোতিনিয়ো চোটে পড়ায় আপাতত সেই সুযোগ নেই কাতালান ক্লাবটির। আক্রমণভাগের এই খেলোয়াড় মাঠের বাইরে থাকবেন চার মাসের জন্য। ফেরার পর দশ ম্যাচ খেলবেন কি না, সে নিয়েও রয়েছে প্রশ্ন।

তাই লিভারপুলের সেই দুই কোটি ইউরো পাওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে পড়ছে। গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনা যদি কোতিনিয়োকে বিক্রি না করে, তবে নিশ্চিতভাবেই পাওনা টাকা পাবে লিভারপুল।

তবে কোতিনিয়োকে বিক্রি না করা গেলেও শীতকালীন দলবদলে বেশ সক্রিয় থাকবে বার্সেলোনা। স্প্যানিশ গণমাধ্যমে খবর, মিডফিল্ডার কার্লেস এলেনিয়াকে হেতাফেতে ধারে দিতে পারে তারা।

লোনে যেতে পারেন আরেক তরুণ মিডফিল্ডার রিকি পুজও। তাকে পেতে আগ্রহী আর্সেনাল ও এসি মিলান।

লেফট ব্যাক জুনিয়র ফিরপোকে অবশ্য ধারে খেলতে পাঠানোর বদলে বিক্রি করতেই আগ্রহী বার্সেলোনা। আড়াই কোটি ইউরোর বদলে এই স্প্যানিশ লেফট ব্যাককে বিক্রি করতে চায় কাতালান ক্লাবটি। ফিরপোকে কিনতে আগ্রহী ইংলিশ প্রিমিয়ার লিগের দুই দল উলভস ও ওয়েস্ট হ্যাম।

খেলোয়াড় ছাড়ার পাশাপাশি খেলোয়াড় কেনারও গুঞ্জন আছে বার্সেলোনার। অলিম্পিক লিওঁ থেকে ৩০ লাখ ইউরোতে ডাচ ফরোয়ার্ড মেমফিস ডিপাইকে দলে ভেড়াতে পারে তারা।

ম্যানচেস্টার সিটির তরুণ সেন্টার ব্যাক এরিক গার্সিয়ার সঙ্গে বার্সেলোনার চুক্তির কাজ শেষ বলে জানিয়েছেন ইউরোপিয়ান সাংবাদিক ফাব্রিৎসিও রোমানো।আগামী ৩০ জুন সিটির সঙ্গে চুক্তি শেষ হবে গার্সিয়ার। ১ জুলাই তিনি যোগ দেবেন বার্সেলোনায়, এমনটিই জানিয়েছেন রোমানো। গুঞ্জন, জানুয়ারির মধ্যেই গার্সিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তির কাজ শেষ করবে বার্সেলোনা।

এ বিভাগের আরো খবর