ক্যালেন্ডারের পাতা উল্টে এসেছে নতুন আরেকটি বছর। পৃথিবী প্রবেশ করেছে ২০২১ সালে। নতুন বছরে ক্রিস্টিয়ানো রোনালডো চান সবাইকে নিয়ে পার্থক্য গড়তে।
২০২১ সালে নিজের প্রথম টুইটে রোনালডো এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ২০২০ সহজ না হলেও সবাইকে মিলে ফিরে আসতে হবে এই বছরে।
‘কোন সন্দেহ নেই যে ২০২০ একটি সহজ বছর ছিল না। বিশ্বে কোভিড-১৯ এর বয়ে আনা কষ্ট ও ভোগান্তি কেউ অস্বীকার করতে পারবেন না। এখন সবাই মিলে ফিরে এসে দেখিয়ে দেয়ার সময়। আমরা পার্থক্য গড়তে পারি। শুভ নববর্ষ’, নিজের টুইটে লেখেন এই পর্তুগিজ।
২০২০ বছরটায় ঠিক নিজের মত করে মাতাতে পারেননি রোনালডো। চ্যাম্পিয়নস লিগে দল বাদ পড়েছে দ্বিতীয় রাউন্ডেই। ফিফার ‘দ্য বেস্ট’ পুরষ্কারও জেতা হয়নি, সঙ্গে করোনাক্রান্ত হয়ে মিস করেছেন বেশ কিছু ম্যাচ।
নতুন বছরের প্রথম চ্যালেঞ্জের মুখোমুখি রোনালডো হবেন রোববার। ঘরের মাঠে তার দল ইউভেন্তাস মুখোমুখি হবে উদিনেসের।