নিজের ইনস্ট্যাগ্রাম অ্যাকাউন্টে আপত্তিকর পোস্ট দেওয়ায় ৩ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন এদিনসন কাভানি। ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকারকে একই সঙ্গে ১ লাখ পাউন্ড জরিমানাও করা হয়েছে।
এই নিষেধাজ্ঞার কারণে ইউনাইটেডের হয়ে নতুন বছরের প্রথম দিন অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না এই উরুগুইয়ান।
এছাড়া, ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৬ জানুয়ারি ইংলিশ লিগ কাপের সেমিফাইনাল এবং তিনদিন পর ওয়াটফোর্ডের বিপক্ষে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলতে পারবেন না কাভানি।
সাউদ্যাম্পটনের বিপক্ষে ৩-২ গোলে জেতার পর ১৭ ডিসেম্বর দেয়া ওই পোস্ট তিনি পরদিন সরিয়ে নেন এবং সে জন্য ক্ষমা প্রার্থনাও করেন।
‘ম্যাচের পরে এক বন্ধুর শুভেচ্ছার জবাবে ধন্যবাদ জানিয়ে আবেগময় ওই পোস্টটা দেয়া হয়েছিল। কাউকে আমি আঘাত করতে চাইনি। আমি বর্ণবিদ্বেষের বিরুদ্ধে এবং আমাকে যখন জানানো হয়েছে যে পোস্টটাকে ভিন্ন ভাবে ব্যাখ্যা করা যেতে পারে, আমি সঙ্গে সঙ্গে সেটি মুছে ফেলি’, কাভানি এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন।
নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানার পাশাপাশি কাভানিকে শিক্ষামূলক কাজেও সময় ব্যয় করতে হবে সাবেক এই পিএসজি স্ট্রাইকারকে।