বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গ্রুপ চ্যাম্পিয়ন শেখ রাসেল, হেরেও কোয়ার্টারে শেখ জামাল

  •    
  • ৩০ ডিসেম্বর, ২০২০ ২০:১৬

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে শেখ জামালকে ৩-২ গোলে হারিয়েছে শেখ রাসেল। পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে জোড়া গোল করেছেন শেখ জামালের সলোমন কিং। একটি করে গোল করেন শেখ রাসেলের মোনেকে, আসররভ ও তকলিস। 

ফেডারেশন কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে শেখ রাসেল। দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। ম্যাচে হেরেও গোল ব্যবধানে এগিয়ে থেকে রানার আপ হয়ে শেষ আটে চলে গেল শেখ জামাল। আর গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ পুলিশ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে শেখ জামালকে ৩-২ গোলে হারিয়েছে শেখ রাসেল। পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে জোড়া গোল করেছেন শেখ জামালের সলোমন কিং। একটি করে গোল করেন শেখ রাসেলের মোনেকে, আসররভ ও তকলিস।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশকে ১-০ গোলে হারিয়ে মিশন শুরু করে শেখ রাসেল। পুলিশের সঙ্গে ২-২ ব্যবধানে ড্রয়ের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল শেখ জামাল। তাই এই ম্যাচে ড্র করলেই হতো শেখ রাসেলের।

ম্যাচের শুরু থেকেই রোমাঞ্চ ছড়িয়েছে মাঠে। ৬ মিনিটেই স্বপ্নের মতো শুরু করে শেখ রাসেল। কর্নার থেকে হেডে দলকে লিড এনে দেন তাজিকিস্তানের ডিফেন্ডার সিওভুশ আসররভ।

কিছুটা গুছিয়ে আক্রমণ সাজাতে থাকে সাইফুল বারী টিটুর শেখ রাসেল। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলেন ওবে মোনেকে। শেখ জামালের ডিফেন্ডার রেজাউলের ভুলে বল পেয়ে গোলকিপারকে বোকা বানিয়ে নিচু শটে দর্শনীয় গোল করেন এই ফরোয়ার্ড। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতি যায় শেখ রাসেল।

ব্যাকফুটে থেকে দ্বিতীয়ার্ধে নেমে ছন্দে ফিরতে থাকে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা। মাঠে নামার চার মিনিটের মাথায় ব্যবধান কমিয়ে ফেলে শেখ জামাল। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান সলোমন কিং।

যখন আশার স্বপ্ন খুঁজছিল শেখ জামাল কিছুক্ষণ পরে সেই আশায় পানি ঢেলে দেয় শেখ রাসেল। এবার ৫৯ মিনিটে গোল করে ব্যবধান বাড়িয়ে দেন তকলিস আহমেদ (৩-১)। এখান থেকে ফেরাটা যেন অসম্ভবই মনে হচ্ছিল শেখ জামালের কাছে। কিছু সুবর্ণ সুযোগও নষ্ট করতে দেখা যায় তাদের।

শেষ মুহূর্তে নাটকীয়ভাবে ম্যাচে ফেরে শেখ জামাল। শেখ রাসেলের গোলকিপার আশরাফুল ইসলাম রানা ফাউল করে বসেন পেনাল্টি বক্সে। সেই সুযোগটা হাতছাড়া করেননি শেখ জামালের হয়ে প্রথম গোল করা সলোমন (৩-২)।

এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল। দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে পা রাখে টিটু বাহিনী। অন্যদিকে এ ম্যাচ হেরেও গোল ব্যবধানে এগিয়ে থেকে রানার আপ হয়ে শেষ আটে পা রাখে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা। আর এক হার ও এক ড্রয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল বাংলাদেশ পুলিশ এফসি।

কোয়ার্টার ফাইনালে ‘সি’ গ্রুপের রানার আপ দল চট্টগ্রাম আবাহনীকে পেল শেখ রাসেল। অন্যদিকে শেষ আটে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংসকে পেল শেখ জামাল।

এ বিভাগের আরো খবর