বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেষ মুহূর্তের গোলে দুইয়ে ইউনাইটেড

  •    
  • ৩০ ডিসেম্বর, ২০২০ ১১:১৮

নিজ মাঠে শেষ মুহূর্তের গোলে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারায় লিগের এক সময়কার জায়ান্টরা। ম্যাচের একমাত্র গোলটি আসে মারকাস র‍্যাশফোর্ডের পা থেকে।

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজ মাঠে শেষ মুহূর্তের গোলে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারায় লিগের এক সময়কার জায়ান্টরা। ম্যাচের একমাত্র গোলটি আসে মারকাস র‍্যাশফোর্ডের পা থেকে।

ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে শুরু থেকে দুই দল আক্রমণাত্মক থাকলেও গোলের নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি। ৭০ মিনিটে এদিনসন কাভানি বল উলভসের জালে জড়ান। কিন্তু অফসাইডের কারণে ভিডিও অ্যাসিস্টেন্টের সাহায্যে সেটি বাতিল করে দেন রেফারি।

এরপর কনর কোডির বিপক্ষে ইউনাইটেড খেলোয়াড়েরা হ্যান্ডবলের আবেদন করলে, ভিএআরের সাহায্য নিয়ে সেটিও নাকচ করে দেন ম্যাচ রেফারি।

নির্ধারিত ৯০ মিনিটে বলার মতো কোনো সুযোগ তৈরি করেনি দুই দল। নাটকীয়তা যেটুকু হওয়ার, সেটি হয় ইনজুরি টাইমে।

৯৩ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের বাড়ানো বলে জোরালো শট নেন র‍্যাশফোর্ড। সেটি উলভস ডিফেন্ডার রোমেইন সাইসের গায়ে লেগে বোকা বানায় গোলকিপার রুই পাত্রিসিওকে। একেবারে শেষ মুহূর্তে জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের।

এই জয়ে ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে ওলে গানার সোলস্কায়ারের দল। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে তারা পিছিয়ে দুই পয়েন্টে।

রাতের সবচেয়ে বড় জয় পেয়েছে লিডস ইউনাইটেড। ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকে তাদের মাঠেই ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে মার্সেলো বিয়েলসার দল। এই জয়ে ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে লিডস।

একই রাতে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে আলেক্সঁদ লাকাজেতের একমাত্র গোলে হারায় আর্সেনাল। তারা আছে টেবিলের ১৩ নম্বরে। ১৬ পয়েন্টে ২০ পয়েন্ট তাদের সংগ্রহে।

এ বিভাগের আরো খবর