বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বছরের শেষ ম্যাচে পয়েন্ট হারাল বার্সেলোনা

  •    
  • ৩০ ডিসেম্বর, ২০২০ ১০:৫৩

লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে এইবারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কাতালান জায়ান্টরা।

বছরের শেষটা ভাল হল না বার্সেলোনার। লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে এইবারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কাতালান জায়ান্টরা।

ছুটিতে থাকা মেসি দলের খেলা দেখেন নু কাম্পের গ্যালারিতে বসেই। নিজ মাঠে শুরুতেই দারুণ সুযোগ আসে বার্সেলোনার সামনে। ৫ মিনিটে এইবারের পেদ্রো বিগাস নিজেদের বক্সে রোনালদ আরাউহোকে। রেফারি ভিডিও অ্যাসিস্টেন্টের সাহায্য নিয়ে পেনাল্টির নির্দেশ দেন।

স্পট থেকে দুর্ভাগ্যজনকভাবে মিস করেন মার্টিন ব্র্যাথওয়েইট। নিজের শট বাইরে মারেন এই ডেনিশ ফরোয়ার্ড।

মিনিট বিশেক পর অবশ্য গোলের দেখা পান তিনি। জুনিয়র ফিরপোর ক্রসে দারুণ শট নিয়ে এইবার গোলকিপারকে পরাস্ত করেছিলে ব্র্যাথওয়েইট। কিন্তু এবারও দুর্ভাগ্য তার!ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি জানায় অফসাইড পজিশনে ছিলেন তিনি। বাতিল হয় গোল।

প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি দুই দল। বিরতির পর স্বাগতিকদের বড় ধাক্কা দেয় এইবার।

৫৭ মিনিটে আরাউহোর ভুলে মাঝমাঠে বল পেয়ে যান কিকে। বক্স পর্যন্ত দৌঁড়ে প্লেসিং শটে বার্সা কিপার মার্ক-আন্ড্রে টের স্টেগানকে পরাস্ত করেন এইবার অধিনায়ক।

পিছিয়ে পড়ার ১০ মিনিটের মধ্যে সমতা ফেরায় বার্সেলোনা। ইনজুরি কাটিয়ে ফেরা উসমান ডেম্বেলে ফিরপোর ক্রস থেকে জোরালো শটে পরাস্ত করেন এইবার কিপারকে।

ম্যাচের বাকি সময়ে বারবার চেষ্টা করেও এইবারের রক্ষণবুহ্য ভেদ করতে পারেনি বার্সেলোনা। ৮৬ মিনিটে পেদ্রি বল পেয়েছিলেন বক্সে কিন্তু লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন।

ইনজুরি টাইমে আরও দুঃসংবাদ অপেক্ষা করছিল বার্সার জন্য। চোট পেয়ে মাঠ ছেড়ে যান ফিলিপে কোতিনিয়ো। শেষ কয়েক মিনিট খেলতে পারেননি তিনি।

এই ড্রয়ে ছয় নম্বরে থেকে বছর শেষ করল বার্সেলোনা। ২০০৩ সালের পর এই প্রথম এত নীচে থেকে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে ব্লু-গ্রানা। বছরে ১৫ লিগ ম্যাচের মাত্র ৭টিতে জিতেছে সাবেক চ্যাম্পিয়নরা।

ম্যাচের পর বার্সেলোনা বস রোনাল্ড কুমান স্বীকার করেন তার দলের পক্ষে এই অবস্থান থেকে শিরোপা জেতা বেশ কঠিন হবে।

‘বাস্তবিকভাবে চ্যাম্পিয়ন হওয়াটা কঠিন হবে। কোনো কিছুই অসম্ভব না তবে পয়েন্ট পার্থক্যের দিকেও খেয়াল রাখতে হবে। আতলেতিকোকে অনেক শক্তিশালী মনে হচ্ছে আমার। তারা খুব কম গোল হজম করে,’ ম্যাচ শেষে সংবাদ সম্মলনে জানান কুমান।

লিগে ১৫ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট বার্সেলোনার। শীর্ষে থাকা আতলেতিকোর সংগ্রহ ৩২ পয়েন্ট। তারা খেলেছেও দুই ম্যাচ কম।

মেসি খেলেননি ম্যাচে। বার্সেলোনা মেসিকে ছাড়াই ভালো খেলে এমন সম্ভাবনা উড়িয়ে দিলেন কুমান। বলেন, ‘এটা বলা যাবে না যে বার্সা মেসিকে ছাড়া ভালো খেলে। সে ভিন্ন ধরণের খেলোয়াড়। আমরা ম্যাচে ভালো খেলেছি কিন্তু ব্যক্তিগত কিছু ভুলের কারণে পুরো পয়েন্ট পাইনি। জয়টা আমাদের প্রাপ্য ছিল। সেজন্য যেটা করা দরকার তাই করেছি। এইবার মাত্র একটা শট নিয়েছে গোলে।’

নতুন বছরে বার্সেলোনা ফিরে পাচ্ছে মেসিকে। নিজেদের তালিসমানকে নিয়েই তারা ৪ জানুয়ারি মুখোমুখি হচ্ছে উয়েস্কার।

এ বিভাগের আরো খবর