ফেডারেশন কাপে প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করে পরপর দুটি ম্যাচে জয় পেয়েছে উত্তর বারিধারা। নিজেদের শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে ছয় পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখল দলটি। এদিকে টানা তিন হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাদার্স।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ব্রাদার্সকে ৩-০ গোলে হারায় উত্তর বারিধারা।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করে উত্তর বারিধারা। পরের ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-২ গোলে হারিয়ে জয়ে ফেরে তারা।
কয়েকদিনের প্রস্তুতি নিয়ে টুর্নামেন্টে নামা ব্রাদার্স ইউনিয়ন হেরেছে তিন ম্যাচেই। সব মিলে ১১টি গোল হজম করেছে দলটি। আরামবাগের কাছে ২-০ গোলে হারার পর সাইফের কাছে ব্রাদার্স হারে ৬-১ গোলে।
ম্যাচে ব্রাদার্সকে শুরু থেকেই চেপে ধরে উত্তর বারিধারা। ১৩ মিনিটেই লিড নেয় তারা। ব্রাদার্সের গোলকিপার মহিউদ্দিন রানুর দেওয়া বল ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন প্রকাশ দাস। বল নিয়ন্ত্রণে নিয়ে চিপ শটে বল জালে জড়ান উজবেকিস্তানের মিডফিল্ডার ইভগেনি কোচনেভ।
২৬ মিনিটের মাথায় মিশরের মিডফিল্ডার আব্দুল খালেক হাম্মাদের দারুণ পাস থেকে ডান পায়ে দৃষ্টিনন্দন গোল করে দলের ব্যবধান দ্বিগুন করেন সুমন রেজা।
২-০ গোলের লিড নিয়ে বিরতি যায় উত্তর বারিধারা।
দ্বিতীয়ার্ধেও ছিল একই চিত্র। ব্রাদার্স শিবিরে একের পর এক আক্রমণ করে যান সুমন-খালেকরা। ৬১ মিনিটে দলের তৃতীয় ও নিজের প্রথম গোল করেন ডিফেন্ডার মোহামেদ আব্দেল রহিম। হাম্মাদের লব পেয়ে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে নিখুঁত শটে বল জালে জড়ান রহিম। বাকী সময়ে ফিরে আসতে পারেনি ব্রাদার্স। পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বারিধারা।
তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে আছে উত্তর বারিধারা। দুই ম্যাচে একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে সাইফ স্পোর্টিং।কোয়ার্টার নিশ্চিত করতে শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বারিধারাকে। আরামবাগ ও সাইফের ম্যাচ ড্র হলে শেষ আট নিশ্চিত করবে তারা।