বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনার বছরে বিশ্বকাপ বাছাইয়ের তিক্ত স্বাদ

  •    
  • ২৮ ডিসেম্বর, ২০২০ ১৬:৫৯

ঠাসা সূচি নিয়ে শুরু হয় ২০২০ সাল। বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বের বাকী ম্যাচ, এএফসি কাপ, মুজিববর্ষে বয়স ভিত্তিকসহ সিনিয়র সাফ ফুটবল, টানটান উত্তেজনার প্রিমিয়ার লিগ ও সাত বছর পর মাঠে গড়ানো নারী লিগ সবকিছু ভেস্তে গেছে এই করোনায়। অনিশ্চয়তায় বেড়াজালে প্রায় আট মাস ঘরবন্দী সময় কাটাতে হয়েছে ফুটবলারদের।

২০২০ সালটা ক্রীড়াঙ্গনের জন্য স্মরণীয় হয়ে থাকবে ভিন্ন কারণে। অদৃশ্য করোনাভাইরাসে থাবা পুরো বিশ্বের মতো পড়ে বাংলাদেশের ফুটবলেও। স্থবিরতার অসহনীয় যন্ত্রণা সয়ে বছরের শেষ ভাগে মাঠে ফিরেছে খেলা।

ফুটবলাররা মানিয়ে নিয়েছেন ‘নিউ নরমাল’-এ। এই স্বাভাবিকতায় আছে অনিশ্চয়তা, আছে অন্ধকারের কোণ থেকে আলোর উঁকি দেয়া। দেশে করোনায় স্থবির বছরের শুরু ও শেষে আঁধার-আলোর খেলাই তুলে ধরা হয়েছে নিউজবাংলার ফিরে দেখায়।

করোনায় লণ্ডভণ্ড ফুটবল সূচি

ঠাসা সূচি নিয়ে শুরু হয় ২০২০ সাল। বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বের বাকী ম্যাচ, এএফসি কাপ, মুজিববর্ষে বয়স ভিত্তিকসহ সিনিয়র সাফ ফুটবল, টানটান উত্তেজনার প্রিমিয়ার লিগ ও সাত বছর পর মাঠে গড়ানো নারী লিগ সবকিছু ভেস্তে গেছে এই করোনায়। অনিশ্চয়তায় বেড়াজালে প্রায় আট মাস ঘরবন্দী সময় কাটাতে হয়েছে ফুটবলারদের।

শুরুতেই বসুন্ধরা কিংসের শিরোপা

ফেডারেশন কাপ ২০১৯ সালের ১৮ ডিসেম্বর শুরু হলেও জানুয়ারির ৫ তারিখে হয় ফাইনাল। রহমতগঞ্জ এমএফসি তাদের ইতিহাসের প্রথমবার ফাইনালে। পুরান ঢাকার দলকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তোলে বসুন্ধরা কিংস।

বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিতে বাদ বাংলাদেশ

গত বছর যুবভারতীতে ভারতের সঙ্গে ১-১ ড্রয়ে স্বপ্ন বোনা শুরু করেছিল বাংলাদেশ। ১৫ জানুয়ারি শুরু হওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপের ষষ্ঠ আসরে সেই স্বপ্নের কবর হয় সেমিতে। বুরুন্ডির কাছে ৩-০ গোলে হেরে আরেকবার শূন্য হাতেই ঘরের মাঠে বিদায় নিতে হয় জামাল ভূঁইয়াদের।

৩৬ ম্যাচে শেষ উত্তেজনার প্রিমিয়ার লিগ

১৩ ফেব্রুয়ারি মাঠে গড়ায় প্রিমিয়ার লিগের ১২তম আসর। ৬ রাউন্ডে হয়েছে মোট ৩৬ টি ম্যাচ। এবারের লিগ গত কয়েক বছরের সবচেয়ে উত্তেজনার হতে যাচ্ছিল। যেখানে ফেভারিট বলে কেউ ছিল না। পয়েন্ট টেবিলও ছিল উত্তেজনার পরশে টালমাটাল। করোনায় লিগ স্থগিত হয়ে যায় ১৫ মার্চ। শেষ পর্যন্ত টুর্নামেন্ট শেষ করতে বাধ্য হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

করোনাতে স্থগিত বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প

মার্চ ও জুনে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাকী ম্যাচগুলো হওয়ার কথা ছিল। সেগুলোও স্থগিত হয়ে যায় ৯ মার্চ। পরে অক্টোবর-নভেম্বরে খসড়া সূচি রাখে ফিফা ও এএফসি। তারপরই করোনার বাস্তবতা দেখে দেশের ফেডারেশন। ম্যাচের জন্য ক্যাম্পের ডাক দেয়া হলে ২৪ জন খেলোয়াড়ের মধ্যে ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হলে হুলুস্থুল শুরু হয় দেশ জুড়ে। ফুটবল ক্যাম্প পরিণত হয় আইসোলেশন ক্যাম্পে। শেষ পর্যন্ত বাস্তবতা রূপ নেয় ম্যাচ স্থগিতের মধ্য দিয়ে।

কিংসের স্বপ্নে শুরু ও আক্ষেপে শেষ এএফসি কাপ

এশিয়ান ক্লাব ফুটবলের অন্যতম বড় আসর এএফসি কাপের অভিষেকে স্বপ্নের মতো শুরু করে বসুন্ধরা কিংস। ১১ মার্চ প্রথম ম্যাচে ঘরের মাঠে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে উড়িয়ে দেয় অস্কার ব্রুজনের শিষ্যরা।লিওনেল মেসির সাবেক সতীর্থ এরনান বারকোস কিংসের জার্সিতে অভিষেকেই বাজিমাত করেন চার গোল করে। পরে ১০ সেপ্টেম্বর টুর্নামেন্টটি বাতিল করে দেয় এএফসি। কিংসের স্বপ্ন এক পলকে ভেঙ্গে দেয় করোনা।

দোহায় কঠিন বাস্তবতার সামনে বাংলাদেশ

করোনায় আট মাস বন্দি থাকার পর নভেম্বরে নেপালকে আমন্ত্রণ করে বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে নেপালের সঙ্গে প্রথম ম্যাচে জেতার পর দ্বিতীয় ম্যাচে ড্র নিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরে লাল-সবুজরা। এর মধ্যেই ফিফা-এএফসির বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশকে আমন্ত্রণ জানায় কাতার। সেই অনুরোধ রাখতেই মাত্র এক মাসের প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ বাছাই খেলতে দোহায় যায় বাংলাদেশ। হেভিয়েট কাতারে বিপক্ষে র‍্যাংকিংয়ের পার্থক্য ও প্রস্তুতির ঘাটতির বাস্তবতা দেখে বাংলাদেশ। ৫-০ ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে দেশে ফেরেন ফুটবলাররা।

নারী লিগ দিয়ে ঘরোয়া ফুটবলের ফেরা

সাত বছর পর নারী লিগ মাঠে ফেরার পর স্থগিত হয়ে যায় মার্চে। পরে নভেম্বরে নারী লিগ দিয়েই ঘরোয়া ফুটবল শুরু হয়। সাত দলের লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে অভিষেকে জেতে বসুন্ধরা কিংস। এছাড়াও জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল মাঠে গড়ায়।স্কুল ফুটবল টুর্নামেন্ট হয় ডিসেম্বরে। একাডেমি কাপের দ্বিতীয় আসর হয় এর মধ্যে। সবশেষ ১৯ ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে মাঠে ফেরে পুরুষ ফুটবল।

ফিফা র‌্যাঙ্কিং থেকে উধাও বাংলাদেশ

১৮ ডিসেম্বর র‍্যাংকিং হালনাগাদ করে ফিফা। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার র‍্যাংকিং সিস্টেমে নারী বিভাগে উধাও হয়ে যায় বাংলাদেশের নাম। তিন মাস আগে সবশেষ সংস্করণে থাকলেও হালনাগাদের পর নিখোঁজ সাবিনা-কৃষ্ণারা। দীর্ঘ ১৮ মাস আন্তর্জাতিক ফুটবলে না থাকায় র‍্যাংকিং থেকেই বের হয়ে যেতে হয় বাংলাদেশকে।

ভারতের আই লিগে জামাল ভূঁইয়া

ভারতের আই লিগে কলকাতা মোহামেডানের সঙ্গে চুক্তি করেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ছয় বছর পর প্রথম বাংলাদেশি হিসেবে বিদেশের লিগে খেলতে যান তিনি।এর আগে ২০১৪ সালে সবশেষ ভারতের আইএসএলে আতলেতিকো দি কলকাতার হয়ে খেলেছেন মামুনুল ইসলাম মামুন।

আলোচিত বাফুফে নির্বাচনের কাজী সালাউদ্দিনের নিরুঙ্কুশ জয়

নানা ঘটনার জন্ম দেয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় অক্টোবরের শেষদিনে। কাজী সালাউদ্দিনের বিপরীতে নির্বাচনে সভাপতি পদে দাঁড়ান বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক।সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে চতুর্থবার সভাপতি নির্বাচিত হন কাজী সালাউদ্দিন। তার প্যানেলও পায় নিরুঙ্কুষ জয়।

এ বিভাগের আরো খবর