দুবাই স্পোর্টস কাউন্সিলের আয়োজিত গ্লোব সকার অ্যাওয়ার্ডসে শতাব্দীর সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালডো। রোববার রাতে দুবাইয়ে তার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।
চির প্রতিদ্বন্দ্বি লিওনেল মেসিকে হারিয়ে নতুন শতাব্দীর সেরা ফুটবলারের এই ট্রফি পেয়েছেন পর্তুগিজ মেগাস্টার।
গ্লোব সকারের পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত রোনালডো। পাঁচবারের ব্যালন ডর জয়ী ধন্যবাদ জানিয়েছেন তার সতীর্থদের।
‘যে কোনো পুরস্কার পাওয়াই আনন্দের। এত দিন ধরে সেরা খেলা উপহার দেয়া সহজ কাজ না। আমি অত্যন্ত গর্বিত। কিন্তু দল, দারুণ কোচ এবং ক্লাব ছাড়া এই অর্জন সম্ভব ছিল না।’
অনুষ্ঠানে শতাব্দীর সেরা ক্লাবের পুরস্কার পেয়েছে রোনালডোর সাবেক দল রিয়াল মাদ্রিদ। আর বর্ষসেরা ফুটবলারের ট্রফি পেয়েছেন কিছুদিন আগেই ফিফা বেস্ট অ্যাওয়ার্ড জেতা রবার্ট লেওয়ানডোভস্কি।
গ্লোব সকার অ্যাওয়ার্ডসের জাঁকজমক পূর্ণ এই গালা নাইটে বিশেষ সম্মান জানানো হয় বার্সেলোনার জেরার্দ পিকেকে। স্পেশাল ক্যারিয়ার অ্যাওয়ার্ড পান এই স্প্যানিশ ডিফেন্ডার।
আর শতাব্দী সেরা কোচের পুরষ্কার পেয়েছেন ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওলা। আর বর্ষসেরা কোচের সম্মান পেয়েছেন বায়ার্ন মিউনিখের হয়ে ইউরোপিয়ান ট্রেবল জেতা হান্সি ফ্লিক।
২০১০ সাল থেকে দুবাই স্পোর্টস কাউন্সিল এই পুরস্কার দিয়ে আসছে।