ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে তিনবারের চ্যাম্পিয়নরা। এতে গ্রুপে তিন পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে শেখ রাসেল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার রাতের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। পুলিশের হয়ে একটি গোল করেন মোহাম্মদ স্বাধীন, অন্যটি আত্মঘাতী। শেখ জামালের হয়ে একটি করে গোল করেন ওমর জওবে ও সলোমন কিং।
এর আগে টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শেখ রাসেলের কাছে ১-০ গোল ব্যবধানে হেরেছিল পুলিশ।
নক আউট পর্বের আশা টিকিয়ে রাখতে দ্বিতীয় ও শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না পুলিশের।
আজকের ম্যাচে প্রথমার্ধে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে পুলিশ। শুরুতেই আক্রমণাত্মক খেলে ম্যাচের দশ মিনিটের মাথায় দলকে লিড এনে দেন ফরোয়ার্ড স্বাধীন।
এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় শেখ জামাল।
দ্বিতীয়ার্ধে খেলার ছন্দ ফিরে পায় শেখ জামাল। ৫১ মিনিটে বামপ্রান্ত থেকে বল পেয়ে ডান পায়ের জোড়ালো শটে শেখ জামালকে সমতায় ফেরান গাম্বিয়ান ডিফেন্ডার ওমর জওবে।
আক্রমণ-পাল্টা আক্রমণে খেলার উত্তেজনা যখন চরমে, তখনই আত্মঘাতী গোলে আবারও পিছিয়ে পড়ে শেখ জামাল। ৭৭ মিনিটে ডি বক্সের ভেতর থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান শেখ জামালের ডিফেন্ডার আরিফুল ইসলাম।
দুই মিনিট পরেই আবারও সমতায় ফেরে শেখ জামাল। দুর্দান্ত শটে গোল করেন সলোমন কিং।
আর কোনো গোল না হওয়ায় ২-২ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
এই ড্রয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে শেখ রাসেলের। তিন পয়েন্ট নিয়ে নক আউট নিশ্চিত করেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। অন্যদিকে শেষ আটের আশা এখনও বাঁচিয়ে রেখেছে শেখ জামাল ও পুলিশের। শেষ ম্যাচে শেখ রাসেলের সঙ্গে ড্র করলেই কোয়ার্টার ফাইনাল খেলবে শেখ জামাল। আর তারা একাধিক গোলে হারলেই নক আউটে যাবে পুলিশ।
এর আগে টুর্নামেন্ট থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনী।