ইংল্যান্ডের নবম স্তরের ইউনাইটেড কাউন্টি লিগ ম্যাচের জমজমাট খেলা চলছে। লেস্টার নিরভানা এফসি ২-১ গোলে এগিয়ে ওডবি টাউনের বিপক্ষে।ঘড়িতে সময় বাকি নেই বেশি। পিছিয়ে থাকা ওডবি আপ্রাণ চেষ্টায় আছে ম্যাচে ফেরার। এই সময়েই ঘটল অদ্ভূত এক কাণ্ড!
রেফারি খেলা বন্ধ করে দিলেন। বরং বলা যায় যে খেলা থামাতে বাধ্য হলেন। কারণটা বেশ চমকপ্রদ।
ম্যাচ শুরু হওয়ার পর থেকেই মাঠের এক দর্শকের পোষা অ্যালসেশিয়ান বেশ চিৎকার করছিল। রেফারি তাকে চোখেচোখে রাখেন পুরোটা সময়। তবে, এক পর্যায়ে মাঠের সীমানার একেবারে কাছে চলে আসে কুকুরটি এবং খেলোয়াড়দের উদ্দেশে চিৎকার করতে থাকে ও আক্রমণাত্মক হয়ে ওঠে।খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে রেফারি খেলা থামিয়ে দেন তখনই। কারণ আর মনে হচ্ছিল কুকুরটি মাঠে ঢুকে খেলোয়াড়দের কামড়ে দিতে পারে।
ম্যাচ শেষে লেস্টার নিরভানা তাদের বিস্ময় প্রকাশ করে রেফারির সিদ্ধান্তে।
‘এক লোক ও তার কুকুরের জন্য ম্যাচ হলো না। এমন অভিজ্ঞতা আগে কখনই হয়নি,’ এক টুইটে লেখে তারা।