ওয়ালটন ফেডারেশন কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে গোল বন্যায় ভাসিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার বি-গ্রুপের ম্যাচে ব্রাদার্সকে ৬-১ গোলে উড়িয়ে দেয় পল পুটের দল। জোড়া গোল করেন এনগোকে কেনেথ।ডিফেন্ডার ইয়াসিন আরাফাত, ফরোয়ার্ড আরিফুর রহমান, মিরাজ হোসেন ও সাজ্জাদ হোসেন একবার করে বল জালে পাঠিয়েছেন।
নিজেদের প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে ৩-০ গোলে হারিয়েছিল সাইফ। আর আরামবাগের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করে ব্রাদার্স।
শনিবার শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখে আক্রমণ করে যায় সাইফ। ব্রাদার্স ইউনিয়নের অর্ধে লাগাতার চাপের পর ১৬তম মিনিটে ডেডলক ভাঙে সাইফ।
নাইজেরিয়ান মিডফিল্ডার জন ওকোলির থ্রু পাস ধরে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়ান তার স্বদেশি ফরোয়ার্ড কেনেথ (১-০)।
৩৬তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ ফ্রি কিকে সাইফকে ব্যবধান দ্বিগুন করার উল্লাসে মাতান ইয়াসিন আরাফাত (২-০)।
প্রথমার্ধে চমৎকার শুরুর পর দ্বিতীয়ার্ধে আরও ছন্দে খেলতে থাকে সাইফ। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটের মাথায় কেনেথের বাড়ানো ক্রস থেকে কোনাকুনি শটে বল জালে জড়ান আরিফুর (৩-০)।
তৃতীয় গোলের আবেশ মিলিয়ে যেতে না যেতেই ৫২ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে কেনেথের শট দারুণভাবে রুখে দেন তিতুমির চৌধুরী।
৬৫ মিনিটে কেনেথের কাছে পরাস্ত হন তিতুমির। এই নাইজেরিয়ানের গোলে এক হালি পূরণ করে সাইফ।
এবার গোল পাওয়া আরিফুরের ক্রস থেকে ৭৮ মিনিটে নিখুঁত শটে বল জালে পাঠান মিরাজ। তার তিন মিনিট পর আরিফুরের আরেকটি পাস থেকে ব্যবধান ৬-০ করেন সাইফের সাজ্জাদ।ম্যাচের অতিরিক্ত সময়ে ব্রাদার্সের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিও।
এই জয়ে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে সাইফ। গ্রুপের শেষ ম্যাচে আরামবাগের সঙ্গে ড্র করলেই নক আউট পর্ব নিশ্চিত করবে সাইফ। আর জিতলে আরামবাগও নিশ্চিত করতে পারে কোয়ার্টার ফাইনাল।