বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নক আউটের আশা জিইয়ে রাখল বারিধারা

  •    
  • ২৬ ডিসেম্বর, ২০২০ ২০:৫৫

বঙ্গবন্ধু স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে আরামবাগকে ৩-২ গোলে হারায় দলটি।

ফেডারেশন কাপের বি-গ্রুপের প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের কাছে হারার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে উত্তর বারিধারা।আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের আশা জিইয়ে রাখল দলটি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩-২ গোলে জয় পায় উত্তর বারিধারা। এর আগে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সাইফের সঙ্গে ৩-০ গোলে হেরেছিল দলটি।

আরামবাগও তাদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছিল।

শনিবার ম্যাচের শুরু থেকেই জয়ের নেশায় পায় উত্তর বারিধারাকে। ২১ মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। সুমন রেজার দারুণ শট ক্রসবারে লেগে ফিরে না আসলে লিড নিতে পারত তারা।

তার তিন মিনিট পর খালেদ হামদের পাস থেকে ডি বক্সের ভেতর থেকে গোল করে দলকে লিড এনে দেন সুমন রেজা। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুন করে বারিধারা। আরামবাগের গোলকিপার আবুল কাশেম মিলনের উপর দিয়ে চিপ শটে বল জালে জড়ান ফরোয়ার্ড সুজন বিশ্বাস।

ছয় মিনিটের মাথায় দুইবার পিছিয়ে পড়ে চাপে পড়ে যায় আরামবাগ। ব্যবধান কমাতে উঠে পড়ে লাগে তারা। ৩৬ মিনিটে চিজোবা ক্রিস্টোফারের গোলে ব্যবধান কমায় মতিঝিল পাড়ার দলটি।

৪৪ মিনিটে আরামবাগের জালে আরেকবার বল পাঠায় উত্তর বারিধারা। মাঝমাঠ থেকে পাস থেকে ডি বক্সের সামনে শট নিয়ে করে খালেদ হামদ। ৩-১ লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে তারা।

দ্বিতীয়ার্ধে খেলার কৌশলে পরিবর্তন এনে বারবার আক্রমণ চালাতে থাকে আরামবাগ। বল দখলে আধিপত্য বজায় রেখে ৭৫ মিনিটে নিহাদ জামানের গোলে ব্যবধান ৩-২ করে ফেলে মতিঝিলের দলটি।

শেষদিকে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করেও গোল করতে না পারায় ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বারিধারা।

এই জয়ে ফেড কাপের কোয়ার্টার ফাইনালের যাওয়ার সম্ভাবনা জিইয়ে রাখল উত্তর বারিধারা। আরামবাগের হাতেও আছে সুযোগ। শেষ ম্যাচে সাইফকে হারাতে পারলে নক আউট পর্বে উঠে যেতে পারে মতিঝিলের দলটি।

এ বিভাগের আরো খবর