গত মার্চেই শেষ হওয়ার কথা ছিল জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টটি। করোনায় স্থগিত হয়ে যায়। চলতি মাসে চূড়ান্ত পর্বের ম্যাচগুলো হয়। কিশোর ফুটবলের ফাইনালে ছাগলনাইয়া পাইলট হাই স্কুল ফেনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাগেরহাট বহুমুখী কলিজিয়েট স্কুল।
শনিবার ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে ৪-০ ব্যবধানে জয়লাভ করেছে বহুমুখী কলিজিয়েট স্কুল।
চারটি গোল করেছেন বহুমুখী কলিজিয়েট স্কুলের পক্ষে হাসান হাওলাদার, রমজান শেখ, তামিম হোসেন ও মিরাজুল ইসলাম।
ম্যাচ শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফি, মেডেল (পদক) ও এক লক্ষ টাকার চেক ও রানার-আপ দলকে ট্রফি, মেডেল ও পঞ্চাশ হাজার টাকার চেক দেয়া হয়।
টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা (৪ গোল) ও সেরা খেলোয়াড় হয়েছেন ছাগলনাইয়া পাইলট হাই স্কুলের মুনতাদির ফুয়াদ ইবনে নূর, ম্যান অব দ্য ফাইনাল বাগেরহাট বহুমুখী কলিজিয়েট স্কুলের হাসান হাওলাদার, সেরা গোলকিপার বাগেরহাট বহুমুখী কলিজিয়েট স্কুলের হাবিবুর রহমান এবং অংশগ্রহণকারী অন্যান্য দলকে ট্রফি দেয়া হয়।
ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সম্মানীত সভাপতি কাজী সালাউদ্দিন, আইএফআইসি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক শাহ মোঃ মঈন উদ্দিন, বাফুফে সদস্য জাকির হোসেন চৌধুরী, বাফুফে সদস্য ও স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান বিজন বড়ুয়া, মোঃ নুরুল ইসলাম (নুরু), সদস্য সত্যজিৎ দাশ রূপু, বাফুফে ও এএফসি সদস্য এবং বাফুফে মহিলা ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, সদস্য মহিদুর রহমান মিরাজ ও বাফুফে সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাইম সোহাগ।