বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ওব্লাক বিশ্ব সেরাদের একজন: মেসি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ ডিসেম্বর, ২০২০ ১৬:৫৪

ওব্লাকের বিপক্ষে ১৭ দেখায় এই পর্যন্ত দশ গোল করেছেন মেসি। তবে এই মৌসুমে আতলেতিকো ও বার্সেলোনার দেখায় গোল পাননি এই আর্জেন্টাইন। মেসি বলেন, ওব্লাকের মত খেলোয়াড়দের বিপক্ষে গোলের চেষ্টা করা বাড়তি অনুপ্রেরণার মত।

কিছু দিন আগে স্কাই স্পোর্টসের সাথে এক সাক্ষাৎকারে আতলেতিকো মাদ্রিদের গোলকিপার ইয়ান ওব্লাক বলেছিলেন, লিওনেল মেসি সবকিছু দেখতে পান।

‘সে (মেসি) সবকিছুই দেখতে পায় আমার ধারণা। আমার পায়ের দিকে তাকিয়ে থাকে। আমি যদি এক পা নড়ে যাই তাহলে ও বিপরীত দিকে শট নিতে প্রস্তুত থাকে। এ কারণেই ও সবার সেরা। এ কারণেই ওকে খেলা এত কঠিন’, মেসির প্রশংসা করেন ওব্লাক।

বৃহস্পতিবার বাড ফুটবলকে দেয়া এক সাক্ষাৎকারে ওব্লাকের সেই প্রশংসা যেন তাকে ফিরিয়ে দিলেন মেসি। বললেন, ওব্লাক বিশ্বের সেরাদের একজন।

‘একে অপরের মুখোমুখি হওয়ার ব্যাপারটি দারুণ। সে (ওব্লাক) এই মুহূর্তে বিশ্বের সেরা গোলকিপারদের একজন এবং সেরাদের বিপক্ষে লড়াই করাটা সবসময়ই দারুণ’, বলেন মেসি।

ওব্লাকের বিপক্ষে ১৭ দেখায় এই পর্যন্ত দশ গোল করেছেন মেসি। তবে এই মৌসুমে আতলেতিকো ও বার্সেলোনার দেখায় গোল পাননি মেসি।

মেসি বলেন, ওব্লাকের মত খেলোয়াড়দের বিপক্ষে গোলের চেষ্টা করা বাড়তি অনুপ্রেরণার মত। মেসি বলেন, ‘তার (ওব্লাক) বিরুদ্ধে গোল করা কিংবা গোল করতে চেষ্টা করা বাড়তি অনুপ্রেরণা দেয় কারণ এটি খুবই কঠিন, যেটি সে প্রতিটি খেলায়ই প্রমাণ করেছে। তাই, তাকে বাইরে দেখাটা বেশ ভালো এবং ম্যাচে মুখোমুখি হওয়াটাও। এটি খেলাগুলোকে আরও উত্তেজনাকর করে তোলে।’

বর্তমানে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আছে ওব্লাকের দল আতলেতিকো মাদ্রিদ।মেসির বার্সেলোনা আছে পাঁচ নম্বরে।

এ বিভাগের আরো খবর