এক ক্লাবের হয়ে সর্বোচ্চ ৬৪৪ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির। মঙ্গলবার রাতে ভায়াদোলিদের বিপক্ষে স্কোর করে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে যান এই আধুনিক ফুটবল গ্রেট। তার এই বিরল রেকর্ডকে উদযাপন করতে বিয়ার প্রস্তুতকারক কোম্পানি বাডওয়াইসার বের করেছে এক অভিনব উপায়।
আমেরিকান এই কোম্পানিটি বড়দিনের বিশেষ উপহার স্মারক হিসেবে ৬৪৪টি বিয়ারের বোতল প্রস্তুত করেছে। মেসির প্রতিটি গোলের জন্য একটি করে!
শুধু তাই নয়। ১৭ বছরের লম্বা ক্যারিয়ারে মেসি যতজন গোলকিপারের বিপক্ষে গোল করেছেন, প্রত্যেকে গোলের সংখ্যার হিসেবে পেয়েছেন ‘মেসি ৬৪৪’ নামের এই বিশেষ বিয়ারের বোতল। মেসি যতো নম্বর গোল করেছেন তাদের বিপক্ষে, সেই নম্বরটিও ছাপা রয়েছে বোতলের গায়ে।
১৬০ জন গোলকিপারের বিপক্ষে ৬৪৪ গোল করেছেন আর্জেন্টিনা ও বার্সেলোনা অধিনায়ক। তালিকায় ইয়ান ওব্লাক ও মানুয়েল নয়্যারের মতো বিশ্বের বর্তমান সেরা কিপারদের সঙ্গে রয়েছেন জানলুইজি বুফন ও ইকার কাসিয়াসের মতো কিংবদন্তিরাও।
সাবেক ভালেনসিয়া ও আলমেরিয়া গোলকিপার দিয়েগো আলভেস পেয়েছেন সবচেয়ে বেশী, ২১ বোতল। তারপরই আছেন আথলেতিক বিলবাও ও এসপানিওলের গোলকিপার গোরকা ইরাইসোস। মেসির কাছে ১৯ বার পরাস্ত হয়েছেন তিনি। এরপরই নামটি রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক কাসিয়াসের। মেসি তার বিপক্ষে গোল করেছেন ১৭টি। তিনি পাচ্ছেন ১৭ বোতল বিয়ার।
ব্যাপারটিকে অবশ্য খোঁচা হিসেবে নেননি কেউই। সর্বকালের সেরা গোলকিপার হিসেবে স্বীকৃত বুফন ‘মেসি ৬৪৪’ বিয়ারের বোতল হাতে ছবিও দিয়েছেন টুইটারে। বার্সেলোনার ১০ নম্বরকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘বিয়ারের জন্য ধন্যবাদ। আমি এটাকে প্রশংসা হিসেবেই নিচ্ছি। বহু বছর যাবৎ মাঠে দারুণ সব লড়াই হয়েছে আমাদের। ৬৪৪ গোলের রেকর্ড ভাঙ্গায় অভিনন্দন। আসলেই অবিশ্বাস্য এক অর্জন। চিয়ার্স!’
চেলসির বর্তমান গোলকিপার কেপা আরিসাবালাগাও ‘উপহার’ পেয়ে শুভেচ্ছা জানান মেসিকে। ‘মেসি ৬৪৪’ হাতে ছবি দিয়ে কেপা লিখেছেন, ‘বাডওয়াইসারকে অসংখ্যা ধন্যবাদ উপহারের জন্য। আর আরও একটি রেকর্ড ভাঙ্গার জন্য মেসিকে শুভেচ্ছা।’