বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে কাতার ম্যাচের পর করোনা পজিটিভ ধরা পড়লে আই লিগে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল জামাল ভূঁইয়ার। করোনামুক্ত হয়ে কলকাতা মোহামেডানে যোগ দিতে আজই ভারতের উদ্দেশে রওনা দেন দেশের ফুটবলের এই পোস্টার বয়।
বৃহস্পতিবার দুপুর দুটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হন জামাল ভূঁইয়া।
সেখানে পৌঁছে কলকাতা মোহামেডানের সঙ্গে যোগ দেবেন সাইফ স্পোর্টিং ক্লাবের এই সাবেক ফুটবলার। আগামী ৯ জানুয়ারি থেকে আই লিগ শুরু হবে। তার দশ দিন আগে থেকে বাবলের মধ্যে ঢুকে পড়তে হবে প্রতিটি দলকে।
সবার কাছে দোয়া প্রার্থনা করে জামাল ভূঁইয়া এক ভিডিওবার্তায় বলেন, ‘আমি ভারতে যাচ্ছি আই লিগে অংশ নিতে। কলকাতা মোহামেডানের হয়ে যাতে ভালো খেলি সবাই সেই দোয়া করবেন।’
গত ১৯ ডিসেম্বর কোভিড-১৯ টেস্টে নেগেটিভ আসে জামাল ভূঁইয়ার। কাতারের দোহায় ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে ২২ ডিসেম্বর ঢাকায় পৌঁছান। আজ কলকাতার উদ্দেশে রওনা দেন।
আই লিগে সুডেভা ফুটবল ক্লাবের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে জামালের দল কলকাতা মোহামেডান।