কারিম বেনজেমা ও কাসেমিরোর গোলে গ্রানাদাকে হারিয়ে স্প্যানিশ লা লিগায় টানা পঞ্চম জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে শীর্ষস্থান ভাগাভাগি করছে লস ব্লাঙ্কোস।
গ্রানাদাকে ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
ধীর গতিতে ম্যাচের শুরু করলেও দ্বিতীয়ার্ধে গা ঝাড়া দিয়ে ওঠে জিনেদিন জিদানের শিষ্যরা। ৫৭ মিনিটে বাম প্রান্ত থেকে আসেনসিওর পাস থেকে দারুণ হেডে দলের লিড এনে দেন কাসেমিরো।
ম্যাচের অতিরিক্ত সময়ে ২০ গজ দূর থেকে মাটি কামরানো শটে দলের জয় নিশ্চিত করেন বেনজেমা। এবারের লিগে তার আট নম্বর গোল এটি।
পূর্ণ তিন পয়েন্টের স্বস্তির পাশাপাশি একটা অস্বস্তিকর সংবাদ নিয়ে মাঠ ছাড়ে জিদানের রিয়াল মাদ্রিদ। প্রথামর্ধে হ্যামস্ট্রিংয়ের ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ১৯ বছরের ব্রাজিলিয়ান উইঙ্গার রুদ্রিগো।
গ্রানাদাকে হারিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৬ষ্ঠ জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ২ ম্যাচ বেশি খেলে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ভাগাভাগি করছে লস ব্লাঙ্কোস। এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে তাদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।