প্রধান কোচহীন ব্রাদার্স ইউনিয়ন সংকট কাটিয়ে পাঁচ দিনের প্রস্তুতিতে মাঠে নেমে বাস্তবতা দেখেছে মাঠে। ওয়ালটন ফেডারেশন কাপের দ্বিতীয় দিনে ‘বি’ গ্রুপের ম্যাচে মতিঝিলের দল আরামবাগ ক্রীড়া সংঘের কাছে হেরেছে গোপীবাগের দলটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার আরামবাগের কাছে ২-০ গোলে হেরেছে ব্রাদার্স ইউনিয়ন।
একই গ্রুপ থেকে এর আগে দিনের প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে ৩-০ গোলে হারায় সাইফ স্পোর্টিং ক্লাব।
দিনের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে আরামবাগের ম্যাচটি অগোছালো ফুটবল দিয়ে শুরু হয়।
প্রথমার্ধের বেশিরভাগ সময়ই দারুণ কিছু সুযোগ তৈরি করে আনকোরা ব্রাদার্স ইউনিয়ন। তবে আক্রমণভাগেই যেন সকল সুযোগই ব্যর্থতায় মিইয়ে যায়।
তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়নি আরামবাগ। ৪৪ মিনিটে ঘানার ফুটবলার ইব্রাহিম মরোর ডিফেন্স চেরা থ্রু বল থেকে গোল করে মতিঝিলের দলকে এগিয়ে নেন নাইজেরিয়ান চিজোবা ক্রিস্টোফার।
লিড নিয়ে দ্বিতীয়ার্ধেও একটি গোল করে ব্যবধান দ্বিগুণ করে আরামবাগ। ব্রাদার্সের রক্ষণের ফাঁক গলে বল জালে জড়ান মুরাদ হোসেন চৌধুরী। দল ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সাদা-কালো জার্সিধারীরা।
এ জয়ে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা সাইফের পরেই আছে আরামবাগ।