করোনা বিরতির দীর্ঘ নয় মাস পর দেশের মাটিতে ফুটবল ফেরার পরই দেখা যাবে ক্লাব ফুটবলের সবচেয়ে পুরনো দ্বৈরথ। সন্ধ্যায় ঐতিহ্যের জৌলুশ ছড়াবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সবুজ ঘাসে। অতীত রেকর্ড আর সম্মানের ম্যাচে পরিণত হওয়া ‘ঢাকা ডার্বি’তে লড়বে ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।
ফেডারেশন কাপের ইতিহাস বলছে, সবশেষ ২০০৯ সালে এই দ্বৈরথ দেখেছিলেন ফুটবলপ্রেমীরা। ১১ বছর পর ফেড কাপের ৩৩তম আসর আবার মুখোমুখি করেছে আকাশী-হলুদ ও সাদা-কালোদের।
ফেড কাপের ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি আবাহনী-মোহামেডান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সোয়া সাতটায় অনুষ্ঠিত হবে ম্যাচ।
জাতীয় দলের সাত ফুটবলার ও চার বিদেশিকে নিয়ে এক মাসের বেশি সময় নিয়ে টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছে ঢাকা আবাহনী। দুই ব্রাজিলিয়ান ফ্রান্সিসকো ফিলিয়ো, রাফায়েল আগুস্তোর সঙ্গে হাইতিয়ান স্ট্রাইকার কার্ভেন্স বেলফোর্ট ও এশিয়ান কোটায় খেলছেন মাশিহ সাইঘানী।
সোহেল, শহীদুল আলম, সাদ উদ্দীন, মামুনুল ইসলাম মামুন, টুটুল হোসেন বাদশা, রায়হান হাসান ও নবীব নেওয়াজ জীবনকে নিয়ে একাদশ ফেড কাপে সর্বোচ্চ ১১ বারের চ্যাম্পিয়ন আবাহনীর।
দীর্ঘ সময় পর এই কঠিন ম্যাচ হবে বলে মনে করেন দলের পর্তুগিজ কোচ মারিও লেমস। বলেন, ‘ম্যাচটি কঠিন হতে চলেছে। এটা আমাদের প্রথম ম্যাচ। অনেকদিন পর খেলতে যাচ্ছি। আমাদের সব খেলোয়াড় ভাল অবস্থায় আছে। এই ম্যাচের জন্য সবাই প্রস্তুতি নিয়েছি। ভাল বিদেশি ফুটবলার আছে এবার। ভাল কিছু আশা করছি।’
দ্বিতীয় সর্বোচ্চ ১০ বারের চ্যাম্পিয়ন মোহামেডানও এবার ভালো দল সাজিয়েছে। ৩১ সদস্যের স্কোয়াডে চার বিদেশিকে রেখেছে ঐতিহ্যবাহী দলটি। নাইজেরিয়ান মিডফিল্ডার আবিওলা নুরাত, জাপানিজ মিডফিল্ডার উরিউ নাগাতা এবং মালির ফরোয়ার্ড সুলেমান ডিয়াবাটকে নিয়ে দল সাজিয়েছে কোচ শন লেন। তার নেতৃত্বে গত দুই আসরে হাই প্রেসিং ফুটবল উপহার দিয়েছে মতিঝিলের দলটি।
জাতীয় দলের সাবেক ফুটবলার ও দলের সহকারী কোচ আলফাজ আহমেদের মতে দারুণ একটা ডার্বি দেখতে যাচ্ছেন ফুটবল ফ্যানরা।
তিনি বলেন, ‘সবাই ভাল অবস্থায় আছে। চার সপ্তাহ ধরে অনুশীলন করছি। খেলোয়াড়রা সবাই এক্সাইটেড এবং খেলার জন্য চাপ অনুভব করছে। কিন্তু অতীতের মতো নয়। ভাল কিছু বিদেশি ফুটবলার আছে। দেশি ও বিদেশিদের মধ্যে ভাল সমন্বয় আছে। আমাদের হারানোর কিছু নাই কিন্তু অর্জনের অনেক কিছু আছে।’
অতীত রেকর্ডে, ১২৮ বারের মুখোমুখিতে আবাহনীর জয়জয়কার। আকাশী-হলুদরা জিতেছে ৫২ বার ও মোহামেডান জিতেছে ৪১ বার। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ২৩ দেখায় ১১ বার জিতেছে আবাহনী। মোহামেডানের জয় এর অর্ধেক, ৫ ম্যাচে।
দিনের প্রথম ম্যাচে বিকেল পৌনে পাঁচটায় ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে শেখ রাসেলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ পুলিশ।