ফেডারেশন কাপের দ্বিতীয় দিন বড় জয় দিয়ে শুরু করেছে হেভিওয়েট সাইফ স্পোর্টিং ক্লাব।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বি-গ্রুপের প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে ৩-০ গোলে হারায় তারা।
১৩ দলের ফেডারেশন কাপে একমাত্র বি-গ্রুপেই চারটি দল। সাইফ স্পোর্টিং ক্লাব, উত্তর বারিধারা, ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ ক্রীড়া সংঘ। বাকি তিন গ্রুপে তিনটি করে দল।
ম্যাচে শুরুতে দু’দলই এগিয়ে যাওয়ার সুযোগ পায়। কিন্তু কাজে লাগাতে পারেনি।
৪৪ মিনিটে দারুণ সুযোগ আসে সাইফের সামনে। রহমত মিয়ার থ্রো থেকে বল পেয়ে যান নাইজেরিয়ার কেনেথ নোউকে। কিন্তু তার বাঁ পায়ের শট চলে যায় গোলবারের উপর দিয়ে। গোল শূন্য অবস্থাতেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে লিড নেয়ার চেষ্টা করে দুই দলে। ম্যাচের ৪৯ মিনিট নিজেদের জালে বল জড়ায় উত্তর বারিধারা ক্লাব। মিলনের পা থেকে বল চলে আসে আবদেল রাহিমের কাছে। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান রাহিম। আত্মঘাতী গোলে ম্যাচে ১-০ গোলে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং ক্লাব।
৫৩ মিনিটে গোলের সুযোগ নষ্ট হয় সাইফ স্পোর্টিংয়ের।
৬০ মিনিটে কেনেথের শট বা দিকে ঝাপিয়ে ঠেকিয়েছেন বারিধারার গোলকিপার আজাদ হোসেন। ৬৩ মিনিটে জন ওকলি চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেন নি।
এক মিনিট পরই গোল উদযাপন করে সাইফ স্পোর্টিং ক্লাব। নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথের গোলে ২-০ গোলে এগিয়ে যায় তারা।
৭০ মিনিটে একা বল পেয়ে যান ফয়সাল আহমেদ ফাহিম। মাথা ঠান্ডা রেখে বারিধারার জালে বল পাঠান তিনি।
৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সাইফ। এই জয়ে বি-গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল পল যোসেফ পুটের শিষ্যরা। ম্যাচ হেরে তলানিতে শেখ জাহিদুর রহমানের উত্তর বারিধারা।