বছরে নিজেদের শেষ ম্যাচে ইউভেন্তাস হেরে গেছে ফিওরেন্তিনার কাছে। সেরি আয় নিজ মাঠে ৩-০ গোলের বড় ব্যবধানে ধরাশায়ী হয় ইতালিয়ান চ্যাম্পিয়নরা। এটিই ছিল বছরে ইউভের সবশেষ ম্যাচ। ৪ জানুয়ারি নিজ মাঠে উদিনেসের মুখোমুখি হবে তুরিনের ওল্ড লেডি।
ইউভেন্তাস স্টেডিয়ামে শুরুতেই স্বাগতিকদের চমকে দেয় ফিওরেন্তিনা। সফরকারীদের কাউন্টার অ্যাটাক নির্ভর খেলার বিপরীতে হাই লাইন ডিফেন্সের খেসারত দেয় আন্দ্রেয়া পিরলো দল।
তিন মিনিটে মাঝমাঠ থেকে অভিজ্ঞ ফ্রাংক রিবেরির বাড়ানো বলে, ইউভে ডিফেন্ডার মাথিয়াস ডি লিখট ও লিওনার্দো বনুচ্চিকে ফাঁকি দিয়ে গোল করেন দুসান ভ্লায়োভিচ।
প্রথমার্ধে আর গোল হয়নি। তবে, ১৮ মিনিটে বিপর্যয়ে পড়ে ইউভেন্তাস। জেতানো কাস্ত্রোভিলিকে বিপজ্জনক ফাউল করে প্রথমে হলুদ কার্ড দেখেন ইউভে উইঙ্গার হুয়ান কুয়াদ্রাদো।
পরের ভিডিও অ্যাসিস্টেন্টের সহায়তায় সিদ্ধান্ত বদলে লাল কার্ড দেখান রেফারি। বাকি সময়টা ১০ জন নিয়েই খেলতে হয় ঘরের দলকে।৫৭ মিনিটে গোল পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালডো। দানিলো পাস থেকে পরাস্ত করেন ফিওরেন্তিনা গোলকিপারকে। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় পর্তুগিজ মেগাস্টারের গোল।
আত্মঘাতী গোল থেকে ব্যবধান দ্বিগুণ করে ফিওরেন্তিনা। ৭৫ মিনিটে রিবেরির পাস থেকে পাওয়া বলে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন ক্রিশ্চিয়ানো বিরাগি। তার শট ইউভে লেফট ব্যাক আলেক্স সানদ্রোর পায়ে লেগে জালে জড়ায়।
তৃতীয় গোল ফিওরেন্তিনা পায় ব্রেক থেকে। বাঁ প্রান্ত থেকে বক্সে বল বাড়ান বিরাগি। কাস্ত্রোভিলির ডামি ডজে বল পেয়ে যান মার্টিন কাসেরেস। কাছ থেকে গোলকিপারকে বোকা বানাতে সমস্যা হয়নি এই উরুগুইয়ানের।
এই জয়ে রেলিগেশন জোনের সঙ্গে নিজেদের পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিল ফিওরেন্তিনা। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের ১৫ নম্বরে। রেলিগেশন জোনের প্রথম দল ক্রোতোনের ঝুলিতে সমান ম্যাচ নয় পয়েন্ট।
নিজ মাঠে অঘটনের পর ইউভেন্তাস সুযোগ হারিয়েছে মিলানের দুই দলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর। শীর্ষে থাকা এসি মিলানের সংগ্রহ ১৩ ম্যাচে ৩১। তাদের নগর প্রতিদ্বন্দ্বি ইন্টারনাৎসিওনাল সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।