বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লাতিন ছন্দে উড়ন্ত শুরু কিংসের

  •    
  • ২২ ডিসেম্বর, ২০২০ ২০:৪৬

প্রথম ম্যাচেই লাতিন আমেরিকার ফুটবল নৈপূণ্য দেখল ফুটবলপ্রেমীরা। বসুন্ধরা কিংসের জার্সিতে অভিষেকেই গোল করেছেন আর্জেন্টিনার স্ট্রাইকার রাউল বেসেরা ও ব্রাজিলের রবসন রবিনহো। দলের সমন্বয়ে ছিলেন আরেক ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ।

ফেডারেশন কাপে উড়ন্ত সূচনা করেছে কাগজে-কলমে এবারের দলবদলে সবচেয়ে শক্তিশালী দল বসুন্ধরা কিংস। গত আসরের রানার আপ রহমতগঞ্জ এমএফসিকে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেড কাপের উদ্বোধনী ম্যাচে রহমতগঞ্জকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস।

প্রথম ম্যাচেই লাতিন আমেরিকার ফুটবল নৈপূণ্য দেখল ফুটবলপ্রেমীরা। কিংসের জার্সিতে অভিষেকেই গোল করেছেন আর্জেন্টিনার স্ট্রাইকার রাউল বেসেরা ও ব্রাজিলের রবসন রবিনহো। দলের সমন্বয়ে ছিলেন আরেক ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ।

দীর্ঘ সময় ধরে ফেড কাপের প্রস্তুতির প্রতিফলন মাঠে দেখাল বসুন্ধরা কিংস। ইনজুরি কাটিয়ে একাদশে জায়গা করে নেন ডিফেন্সিভ মিডফিল্ডার মাসুক মিয়া জনি ও ফরোয়ার্ড মতিন মিয়া।

রহমতগঞ্জের সঙ্গে ম্যাচের শুরু থেকে আধিপত্য বজায় রাখে অস্কার ব্রুজনের শিষ্যরা। জমাটবদ্ধ রক্ষণ, মাঝমাঠে সমন্বয়ের পাশাপাশি ম্যাচজুড়ে মুহূর্মুহূ আক্রমণ সাজিয়ে গেছে বসুন্ধরা কিংস।

কিংসের বিপক্ষে অনেকটা কাউন্টার অ্যাটাক নির্ভর ও বাসপার্ক কৌশলে মাঠে নেমেছিল সৈয়দ গোলাম জিলানির রহমতগঞ্জ।

তবে ৪২ মিনিটেই ম্যাচের ডেডলক ভাঙে কিংস। সেট পিস থেকে জোনাথন ফার্নান্দেজের থ্রু থেকে দারুণ হেড থেকে গোল করেন রাউল বেসেরা (১-০)। কিংসের জার্সিতে অভিষেকেই বল জালে জড়িয়েছেন এই আর্জেন্টাইন।

প্রথমার্ধে লিড নিয়ে দ্বিতীয়ার্ধেও রহমতগঞ্জকে চেপে ধরে কিংস। ব্যবধান দ্বিগুন করতেও বেশি সময় নেয়নি তারা।

৫৩ মিনিটে রহমতগঞ্জের রক্ষণভাগের ভুলে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে দারুণ চিপ শট থেকে বল গোলকিপার লিটনকে বোকা বানান রবসন রবিনহো। অভিষেকেই গোল আদায় করে নিয়েছেন এই ব্রাজিলিয়ান (২-০)।

দুই গোলের ব্যবধানের সঙ্গে ম্যাচের পরিস্থিতি বিবেচনায় বদলি হিসেবে ইমন বাবু ও মাহবুবুর রহমান সুফিলকে মাঠে নামান কিংসের কোচ অস্কার ব্রুজন। কোচকে হতাশ করেননি এই দেশি যুগল।

ম্যাচের ৬৫ মিনিটে কিংসের তৃতীয় গোলটি আসে বদলি হিসেবে নামা এই যুগলের সমন্বয়ে। মিডফিল্ডার ইমনের চিপ থেকে হেডে বল জালে জড়াতে লাফিয়ে উঠেন সুফিল। তবে রহমতগঞ্জের ডিফেন্ডার আলা নাসিরের মাথা ছুঁয়ে বল জালে জড়ালে আত্মঘাতী গোলের মাধ্যমে স্কোরলাইন ৩-০ করে কিংস।

তিন গোলে পিছিয়ে থেকেও তেমন প্রতিআক্রমণ দেখা যায়নি রহমতগঞ্জ শিবির থেকে। ম্যাচের অতিরিক্ত মিনিটে খলিলের দুর্বল শটই পুরো ম্যাচে রহমতঞ্জের আক্রমণ বলা যেতে পারে। তবে তা সহজেই রুখে দেন কিংসের গোলকিপার আনিসুর রহমান জিকো।

এ জয়ে তিন পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল কিংস। গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচটি ২৮ ডিসেম্বর কিংস খেলবে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে। আর নক আউট পর্বের আশা জিইয়ে রাখতে ২৫ ডিসেম্বর চট্টগ্রাম আবাহনীর সঙ্গে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলবে রহমতগঞ্জ।

এ বিভাগের আরো খবর