নয় মাস পর ফেডারেশন কাপ দিয়ে দেশের মাঠে ফিরছে ক্লাব ফুটবল। মঙ্গলবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত আসরের দুই ফাইনালিস্ট বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ এমএফসি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পুরো টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়।
আজ সোমবার ফেড কাপে অংশ নেয়া দেশের শীর্ষ ১৩ ক্লাবের উপস্থিতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংবাদ সম্মেলন কক্ষে হয়ে গেল টুর্নামেন্টের ট্রফি ও লোগো উন্মোচন।
১৯৮০ সাল থেকে শুরু হয়েছে ক্লাব পর্যায়ের অন্যতম শীর্ষ এই টুর্নামেন্ট। এবার ৩৩তম আসরে ১৩ ক্লাবকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে।
‘এ’ গ্রুপে রয়েছে তিনটি বড় দল। একবার ফেড কাপ জয়ী শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে গ্রুপে আছে তিনবার ফেড কাপ জয়ী শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও দ্বিতীয়বার অংশ নেয়া বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।
‘বি’ গ্রুপে আছে সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা। দলবদলের সময় শেষ হয়ে যাওয়ার পর অংশ নেয়ায় ব্রাদার্স ইউনিয়নকে আপাতত টুর্নামেন্টে খেলার অনুমতি দিয়েছে বাফুফের প্লেয়ার্স কমিটি। প্রিমিয়ার লিগে খেলতে পারবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি এখনও।
নিঃসন্দেহে গ্রুপ অব ডেথ বলা যেতে পারে গ্রুপ 'সি'। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সঙ্গে খেলবে গত লিগে দুর্দান্ত পারফর্ম করা চট্টগ্রাম আবাহনী ও গেল আসরের রানার্স আপ রহমতগঞ্জ এমএফসি।
'ডি' গ্রুপকেও ‘গ্রুপ অব ডেথ’ বলা যেতে পারে। গ্রুপ পর্বেই দেশের ‘এল ক্ল্যাসিকো’ খ্যাত মোহামেডান-আবাহনী দ্বৈরথ দেখবে ফুটবল প্রেমীরা। এই গ্রুপে আরেকটি দল হলো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। দলটি আর্থিক সংকট কাটিয়ে উঠে ফেড কাপে অংশ নিচ্ছে।
সংবাদ সম্মেলনে ক্লাবগুলোর অধিনায়ক, কোচ ও ম্যানেজাররা নিজেদের সর্বোচ্চ দেয়ার কথা বলেন।
ট্রফি উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বাফুফে সদস্য জাকির হোসেন চৌধুরী, সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এবং স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পক্ষে এক্সিকিউটিভ ডাইরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন ও প্রিমিয়ার ব্যাংকের পক্ষে জুনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মাহফুজুল ইসলাম।