ফুটবলের বিশেষ অবদান রাখার জন্যে ২০২০ সালের গোল্ডেন ফুট পুরষ্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালডো। তার পায়ের ছাপ রাখা হবে মোনাকোর ‘চ্যাম্পিয়ন প্রমেনেড’ এর ফুটবল ওয়াক অফ ফেইমে।
ফ্রান্সের প্রতিবেশি দেশ মোনাকো থেকে দেয়া হয় এই পুরষ্কার। প্রতিবছর ক্রীড়া সাংবাদিকদের ভোটে মনোনীত হন একজন তারকা। ২৮ বছরের বেশি হতে হত বিজয়ীর বয়স। আর এই পুরষ্কার ক্যারিয়ারে একবারই পেতে পারেন কোনো ফুটবলার। ১ ডিসেম্বর বিজয়ীর নাম ঘোষণা করা হলেও রোনালডো পুরষ্কার পেয়েছেন রোববার রাতে।
এমন দুর্লভ স্বীকৃতি পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত রোনালডো। করোনা পরিস্থিতির কারণে মোনাকো যেয়ে পুরষ্কার গ্রহণ করতে না পারলেও, বাড়িতে থেকে পায়ের নিজের ছাপ সম্বলিত ট্রফিটির ছবি পোস্ট করেছেন পর্তুগিজ অধিনায়ক। লিখেছেন, ‘গোলডেন ফুট জেতায় এবং মোনাকোর চ্যাম্পিয়ন প্রমেনেডে সর্বকালের সেরা ফুটবলারদের সঙ্গে অমর হয়ে থাকার সুযোগ পাওয়ায় আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। বিশ্বজুড়ে ফ্যানদের এবং আমার জন্য যারা ভোট করেছেন তাদের ধন্যবাদ জানাই।’
গত পাঁচ বছর এই পুরষ্কার জিতেছেন লুকা মডরিচ, এদিনসন কাভানি, ইকার কাসিয়াস, জানলুইজি বুফন এবং সামুয়েল এটু।