বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এইবারকে হারিয়ে যৌথভাবে শীর্ষে রিয়াল

  •    
  • ২১ ডিসেম্বর, ২০২০ ১০:৩০

এইবারকে ৩-১ গোলে হারানোর পর আতলেতিকো মাদ্রিদের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছে চ্যাম্পিয়নরা।

লা লিগায় নিজেদের চমৎকার ফর্ম ধরে রেখেছে। লিগ চ্যাম্পিয়নরা রোববার রাতে তুলে নিয়েছে টানা চতুর্থ জয়। এইবারকে ৩-১ গোলে হারানোর পর আতলেতিকো মাদ্রিদের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছে চ্যাম্পিয়নরা।

এইবারের মাঠে চ্যাম্পিয়নদের মতোই শুরু করে রিয়াল মাদ্রিদ। প্রথম ১৫ মিনিটেই করে বসে দুই গোল।

৬ মিনিটে রদ্রিগোর লফটেড বল পেয়ে বক্সের ভেতর থেকে এইবার গোলকিপারকে পরাস্ত করেন কারিম বেনজেমা। নতুন মৌসুমে এই ফ্রেঞ্চ স্ট্রাইকারের ৭ নম্বর গোল এটি।

মিনিট দশেক পর বেনজেমা বানিয়ে দেন গোল। ডান প্রান্ত থেকে এইবার ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর পাস দেন বক্সের বাইরে থাকা লুকা মডরিচকে। জোরালো শটে মডরিচ ব্যবধান দ্বিগুণ করেন।

প্রথমার্ধেই এক গোল শোধ করে এইবার। বক্সের বাঁ-প্রান্তে বল পেয়ে মাপা শটে থিবো কোঁতোয়াকে পরাস্ত করেন কিকে গার্সিয়া।

এক গোল হজম করার পর, প্রতিপক্ষকে আর কোনো সুযোগ দেয়নি রিয়াল। একেবারে শেষ পর্যন্ত ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখে জিনেদিন জিদানের দল।

ইনজুরি টাইমে আসে রিয়ালের তৃতীয় গোল। ৯২ মিনিটে লুকাস ভাসকেস নিশ্চিত করেন দলের সহজ জয়।

জয়ের পর উচ্ছ্বসিত হলেও জিদান ভাবছেন খেলোয়াড়দের ফিটনেস নিয়ে। ব্যস্ত সূচিতে আট দিনের তিনটি ম্যাচ খেলতে হচ্ছে রিয়ালকে। যার তৃতীয়টি তারা খেলবে নিজ মাঠে বুধবার গ্রানাদার বিপক্ষে।খেলোয়াড়দের কিছুটা বিশ্রাম দিতে গ্রানাদার বিপক্ষে বেঞ্চের শক্তি পরখ করতে চাইছেন জিদান। ম্যাচ শেষে গণমাধ্যমকে এই ফ্রেঞ্চ ট্যাকটিশিয়ান বলেন, ‘এই মুহূর্তে আমরা রোটেশোন পদ্ধতি তেমন ব্যবহার করছি না। শেষ কয়েকটি ম্যাচে আমরা প্রায় একই দল নিয়ে খেলেছি। তবে, এটা পালটাতে হবে এবং আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

এই জয়ে ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে থাকল রিয়াল। আতলেতিকো মাদ্রিদের সংগ্রহেও ২৯ পয়েন্ট তবে তারা খেলেছে দুই ম্যাচ কম।

এ বিভাগের আরো খবর